দু'দিক দিয়ে অনুব্রতর বাড়িতে CBI, শুরু তল্লাশি, বড় আশঙ্কায় তৃণমূল! হাতিয়ার সায়গলের বয়ান
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: গরুপাচার মামলায় ১০ বার অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি।
#বোলপুর: গরুপাচার মামলায় এবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর মণ্ডলকে ঘিরে ফেলল সিবিআই। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে এদিন হানা দেয় সিবিআই গোয়েন্দারা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। শুধু মেইন গেট নয়, দুদিক দিয়ে বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। অনুব্রতর বাড়িতে ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা।
গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়িয়ে যান অনুব্রত। শারীরিক সমস্যার কারণে ১৪ দিনের জন্য ফের সময় চেয় নেন। কিন্তু সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে।
advertisement
আরও পড়ুন: 'এসএসকেএম থেকে এমএস করেছি, বলতে লজ্জা লাগে!' পার্থর গ্রেফতারির পর ফেসবুকে লেখেন চন্দ্রনাথ
advertisement
সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রতর বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেই সূত্রেই অনুব্রতর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষীদের বাড়ির বাইরে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনুব্রত বাড়িতে যে অফিস রয়েছে, সেখানে ইতিমধ্যেই হানা দিয়েছেন তদন্তকারীরা।
advertisement
গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, সেখানে সরাসরি অনুব্রতর যুক্ত থাকার বেশ কিছু প্রমাণ হাতে এসেছে। সেই বিষয়েই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও অনুব্রতর সঙ্গে তদন্তকারীদের দেখা হয়নি। সেক্ষেত্রে অনুব্রতকে বাড়িতেই নাকি অন্য কোথাও এনে জিজ্ঞাসাবাদ করা হয়, সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 10:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'দিক দিয়ে অনুব্রতর বাড়িতে CBI, শুরু তল্লাশি, বড় আশঙ্কায় তৃণমূল! হাতিয়ার সায়গলের বয়ান