বগটুই-কাণ্ডে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত লালন শেখ, ৬ দিনের হেফাজতের নির্দেশ
- Published by:Rachana Majumder
Last Updated:
সিবিআই সূত্রে দাবি, গত ২১ মার্চ, ভাদুকে খুনের পর, বগটুই গ্রামে যে অগ্নি সংযোগ ও ১০ জনকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে, সেই তাণ্ডবের নেতৃত্ব দেয় ভাদু ঘনিষ্ঠ লালন।
#অক্ষয় ধীবর, বীরভূম: বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মুল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। লালন শেখ ওরফে ছোট লালন নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল বলেই জানা যাচ্ছে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ঠিক কী ঘটেছিল বগটুই তে? গত ২১ মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমুল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁরাও মারা যান। ২১ জুন সিবিআই দুটি ঘটনার চার্জশিট জমা দেয়। ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত লালন শেখ। ধৃত লালন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান ভাদু শেখের ডান হাত বলে পরিচিত ছিল। হন্যে হয়ে চলছিল লালনের খোঁজ৷
advertisement
আরও পড়ুন: 'একবার ঠকেছি, আর নয়', অভিষেকের উদ্দেশ্যে দিলীপের বার্তা, 'অনেক দেরি হয়ে গেছে'!
সিবিআই সূত্রে দাবি, গত ২১ মার্চ, ভাদুকে খুনের পর, বগটুই গ্রামে যে অগ্নিসংযোগ ও জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে, তার নেতৃত্ব দেয় এই লালন। ঝাড়খণ্ডের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে সিবিআই। তাকে রামপুরহাট আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাকে ৬ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মৃতের আত্মীয় লালনের ফাঁসির দাবি তুলেছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 1:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বগটুই-কাণ্ডে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত লালন শেখ, ৬ দিনের হেফাজতের নির্দেশ