Illegal Parking: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
জাতীয় সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এটি! একশ্রেণীর ব্যবসায়ী ও চালকের উদাসীনতার ফলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে জাতীয় সড়কে
হাওড়া: জাতীয় সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এটি! একশ্রেণীর ব্যবসায়ী ও চালকের উদাসীনতার ফলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে জাতীয় সড়কে। এমনটাই বিস্ফোরক মন্তব্য জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজারের। ব্যস্ততম জাতীয় সড়কে ছোট বড় দুর্ঘটনা লেগে রয়েছে। চেষ্টা করে দুর্ঘটনা কিছুটা কম হয়েছে, বলেই জানাচ্ছেন সড়ক কর্তৃপক্ষ। যদিও এই দুর্ঘটনা ঘটার বেশ কিছু কারণ রয়েছে। জাতীয় সড়ক দুর্ঘটনা ঘটার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এক শ্রেণীর চালক ও কিছু ব্যবসায়ী। জাতীয় সড়কের সার্ভিস রোড বা মেন রোড দখল করে পার্কিং দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ। এর ফলে বহু দুর্ঘটনা জাতীয় সড়কে।
জাতীয় সড়কের ফুটপাত দখল করে দোকানপাট। অবৈধ পার্কিং সহ বেশ কিছু বিষয় রয়েছে যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ হল অবৈধ পার্কিং। হাওড়া জেলা জুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড প্রায় সর্বত্র দখল করে রয়েছে বড় বড় যানবাহন। এমন কি মেন রোডেও দেখা যায় রোডের একপাশে দাঁড়িয়ে রয়েছে ট্রাক । খুব সাধারন ঘটনা হলেও, এই ঘটনার জেরে অকালে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান, রাস্তার উপর পার্কিং মারাত্মক বিপজ্জনক। কিছু কারখানা মালিক এবং একশ্রেণীর চালক এই সমস্যার সৃষ্টি করছে। যার ফলে অল্পতেই ঘটছে দুর্ঘটনা। যদিও হাওড়া এবং উলুবেড়িয়াতে পার্কিং করার নির্দিষ্ট স্থান রয়েছে।দুর্ঘটনা মুক্ত জাতীয় সড়ক করতে হলে বন্ধ করতে হবে অবৈধ পার্কিং। তিনি আরও বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দুর্ঘটনা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে এই কাজে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 10:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Parking: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন