Death of a school girl: গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা! পুজো দিতে এসে প্রাণ গেল ১১ বছরের বালিকার

Last Updated:

মায়ের সঙ্গে বিপত্তারিণীর পুজো দিতে এসেছিল সায়ন্তিকা বাদুড়িয়া থানার নয়া বসতিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজো করার সময় মন্দিরের মধ্যে বসেছিল সায়ন্তিকা। মায়ের সঙ্গে পুজো দিচ্ছিল সেও। এমন সময় রাস্তা দিয়ে একটি ম্যাক্স বোলেরো গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির টায়ার ফাটে। তার পর টায়ার থেকে রিং খুলে ছিটকে গিয়ে সায়ন্তিকার গায়ে লেগে বিপত্তি।

গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা!
গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা!
বাদুড়িয়া: পুজো দিতে এসে প্রাণ চলে গেল বালিকার। ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। রাস্তায় হঠাৎ একটি গাড়ির চাকার টায়ার ফেটে যায়। তাতেই মৃত্যু হয় বালিকার। বছর এগারোর স্কুল পড়ুয়ার নাম সায়ন্তিকা মন্ডল। কী ভাবে মৃত্যু? সূত্রের খবর, টায়ার ফেটে যেতে টায়ারে লাগানো লোহার রিং ছিটকে গিয়ে বালিকার গায়ে লেগেই মৃত্যু হয়।
আকস্মিক সেই ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা।
সূত্রের খবর, মায়ের সঙ্গে বিপত্তারিণীর পুজো দিতে এসেছিল সায়ন্তিকা বাদুড়িয়া থানার নয়া বসতিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজো করার সময় মন্দিরের মধ্যে বসেছিল সায়ন্তিকা। মায়ের সঙ্গে পুজো দিচ্ছিল সেও। এমন সময় রাস্তা দিয়ে একটি ম্যাক্স বোলেরো গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির টায়ার ফাটে। তার পর টায়ার থেকে রিং খুলে ছিটকে গিয়ে সায়ন্তিকার গায়ে লেগে বিপত্তি।
advertisement
advertisement
রাস্তার রক্ষণাবেক্ষণ না হওয়া জন্য এই দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ । ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ।
একই দিনে মালদায়ও এমন আকস্মিক মৃত্যুর ঘটনা নজরে আসে। ট্রেন থ্যেকে নামতে গিয়ে আহত হন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। স্টেশনে শুয়ে ছটফট করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
advertisement
অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death of a school girl: গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা! পুজো দিতে এসে প্রাণ গেল ১১ বছরের বালিকার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement