পান্ডুয়ার পর গলসি! ওই রুটে গাড়ি নিয়ে গেলে সাবধান, ফের হাইওয়েতে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Suman Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Car Snatching in Bardhaman: ..তিন যুবকের মধ্যে একজন বলে, বমি পেয়েছে। গাড়ি দাঁড় করাতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড।
বর্ধমান: এবার বর্ধমানের গলসিতে চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়ি নিয়ে পালাল চার দুষ্কৃতী। গলসি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানা।মাঝরাস্তায় চালককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে হুগলির পান্ডুয়ায়। ওই ঘটনায় গাড়ি ছিনতাই দুষ্কৃতীদের অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানতে পেরেছে পুলিশ। এবারও একরকম একই কায়দায় গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের গলসিতে।
আরও পড়ুন- মাত্র ৮ হাজারের জন্য যা ঘটল মুর্শিদাবাদে, নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না
জানা গিয়েছে, রবিবার রাতে একটি ট্রাভেল সংস্থাকে ফোন করে দুর্গাপুরে যাওয়ার জন্য গাড়ি চাওয়া হয়। সংস্থাটি একটি গাড়ির ব্যবস্থা করে দেয়। সেই মতো রাত ১২টা নাগাদ কলকাতার টেগোর পার্ক এলাকায় গাড়ি নিয়ে যান কসবা থানার কেএন সেন রোডের বাসিন্দা পিয়ারিলাল গুপ্ত।
advertisement
advertisement
গাড়িতে ৪ জন যুবক ওঠেন। তিন জন পিছনের সিটে বসে। এক জন চালকের পাশের সিটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,যুবকদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। তাঁরা প্রত্যেকেই রোগা ও লম্বাটে দেখতে। তাঁদের মধ্যে এক জন নীল জ্যাকেট ও জিন্সের প্যান্ট পরে ছিলেন। অন্য এক জনের গায়ে হালকা সবুজ রঙের জামা ছিল।
ডানকুনি টোলপ্লাজার কাছে তাঁরা একটি পাম্প থেকে গাড়িতে পেট্রল ভরেন। যুবকদের মধ্যে এক জন অনলাইন অ্যাপের মাধ্যমে পেট্রলের দাম বাবদ ২ হাজার টাকা মেটান।
advertisement
গলসির পারাজ স্টেশন মোড়ের কাছে একটি হোটেলের কাছাকাছি গাড়ি পৌঁছনোর পর যুবকদের মধ্যে এক জন বমি পেয়েছে বলে জানান। বমি করার জন্য গাড়ি দাঁড় করাতে বলেন তিনি। সেই মতো চালক গাড়ি দাঁড় করান। গাড়ি থেকে দু'জন নামেন।
আরও পড়ুন- 'এটা না করলে তুই অনেক দূর চলে যেতিস', মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা
কিছু ক্ষণ পর ফিরে এসে চালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেন তাঁরা। অপর জন বন্দুক ঠেকিয়ে চালককে গাড়ি থেকে নামতে বলেন। ভয়ে চালক গাড়ি থেকে নেমে পড়েন। তাঁর মোবাইল কেড়ে নিয়ে চার যুবক গাড়ি নিয়ে চম্পট দেয়। পরে, গাড়িচালক ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি। গাড়িটিও উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তা থেকে জানা গিয়েছে, দুষ্কৃতীরা গাড়ি নিয়ে রাজ্যের সীমানা অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে।
শরদিন্দু ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পান্ডুয়ার পর গলসি! ওই রুটে গাড়ি নিয়ে গেলে সাবধান, ফের হাইওয়েতে ভয়ঙ্কর কাণ্ড