Chinsurah Car Accident: স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, হঠাৎ বড়সড় বিপত্তি! সাতসকালে শিউরে উঠল চুঁচুড়া

Last Updated:

জানা যায়, গাড়ির আরোহী দু জন সম্পর্কে স্বামী-স্ত্রী৷ এ দিন সকালে স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী৷

চুচুড়ায় পুকুর থেকে উদ্ধার করা হচ্ছে গাড়ি৷
চুচুড়ায় পুকুর থেকে উদ্ধার করা হচ্ছে গাড়ি৷
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী৷ আর তা করতে গিয়েই ঘটে গেল বড়সড় বিপত্তি৷ অল্পের জন্য রক্ষা পেলেন দম্পতি৷ সোমবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ায়৷
রবিবার সকালে চুঁচুড়ার কাপাসডাঙা এলাকায় আচমকাই একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের মধ্যে গিয়ে পড়ে৷ ধীরে ধীরে জলে ডুবতে থাকে গাড়িটির সামনের অংশ৷ হতচকিত পথচারী এবং এলাকাবাসী ছুটে গিয়ে গাড়ির আরোহীদের উদ্ধারের জন্য ছুটে যান৷ তার আগেই অবশ্য গাড়ির ভিতর থেকে কোনওক্রমে বেরিয়ে আসেন একজন পুরুষ ও মহিলা৷
advertisement
advertisement
পরে জানা যায়, গাড়ির আরোহী দু জন সম্পর্কে স্বামী-স্ত্রী৷ এ দিন সকালে স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী৷ তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে৷
গাড়িটির মালিক সুনীল সাধু নামে ওই ব্যক্তি বলেন, ‘আচমকাই সামনে একটি সাইকেল চলে আসায় আমি আর গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারিনি৷ রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে গিয়ে গড়াতে গড়াতে জলে নেমে যায়৷’ কোনও মতে সময়মতো দরজা খুলে বেরিয়ে আসেন দম্পতি৷ পরে ক্রেন ডেকে গাড়িটিকে পুকুর থেকে তোলা হয়৷ ঘটনার জেরে সাতসকালেই পুকুর থেকে গাড়ি উদ্ধার দেখতে ভিড় জমে যায়৷ বরাতজোরে দম্পতি রক্ষা পেলেও জনবহুল এলাকায় কেন এভাবে ওই ব্যক্তি স্ত্রীকে গাড়ি চালানো শেখাতে গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinsurah Car Accident: স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, হঠাৎ বড়সড় বিপত্তি! সাতসকালে শিউরে উঠল চুঁচুড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement