Sodepur Road Accident: পঞ্চমীর দুপুরেই সোদপুরে মর্মান্তিক দুর্ঘটনায! গাড়ি-অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত অটোটি মধ্যমগ্রামের দিক থেকে সোদপুরের দিকে আসছিল৷ উল্টো দিক থেকে আসছিল গাড়িটি৷
সুবীর দে, সোদপুর: পঞ্চমীর দিনেই সোদপুরে মর্মান্তিক দুর্ঘটনা৷ গাড়ি-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু জনের৷ আহত হয়েছেন আরও একজন৷
এ দিন বিকেল তিনটে নাগাদ সোদপুর উড়ালপুলের উপরে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা সরবরাহকারী গাড়ির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ সংঘর্ষের জেরে অটো চালক এবং অটোতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত হন অটোয় থাকা আরও এক যাত্রী৷
জানা গিয়েছে মৃত যাত্রীর নাম প্রতাপ ঘোষ (৪০)৷ তিনি উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা৷ মৃত অটো চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত অটোটি মধ্যমগ্রামের দিক থেকে সোদপুরের দিকে আসছিল৷ উল্টো দিক থেকে আসছিল গাড়িটি৷ উড়ালপুলের উপরে অটোর সঙ্গে বেসরকারি ব্যাঙ্কের ওই ক্যাশভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়৷
স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশও৷ ঘাতক গাড়িটির চালক সহ তিনজনকে আটক করে খড়দহ থানার পুলিশ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর উড়ালপুলের উপরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur Road Accident: পঞ্চমীর দুপুরেই সোদপুরে মর্মান্তিক দুর্ঘটনায! গাড়ি-অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২