হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, আহত ১০
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
একদিকে শিল্পাঞ্চল হলদিয়া ও সৈকত শহর দিঘা, অন্যদিকে মহানগর কলকাতা যাওয়ার রাস্তা এই গুরুত্বপূর্ণ সড়কটি
নন্দকুমারের খঞ্চিতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা লরিকে দ্রুত গতিতে আসা যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ৪১ নম্বর জাতীয় সড়কের ওপরই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, গড়িয়া থেকে বোগা যাওয়ার পথে একটি বাস খঞ্চি এলাকায় ঢোকার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ড্রাইভার ও খালাসি পলাতক। নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার জেরে গুরুত্বপূর্ণ ওই রোডে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। একদিকে শিল্পাঞ্চল হলদিয়া ও সৈকত শহর দিঘা, অন্যদিকে মহানগর কলকাতা যাওয়ার রাস্তা এই গুরুত্বপূর্ণ সড়কটি। কাজের দিনে সেই সড়কই সকাল সকাল অবরুদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন বাসের যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয় নন্দকুমারের এই খঞ্চি বাস স্টপ অঞ্চলটি।
SUJIT BHOWMIK
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2020 10:37 AM IST

