Hospital: হাসপাতালের সুপারকে খুনের হুমকি! সাফাইকর্মী, নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

হাসপাতালের ঢুকে দাদাগিরি। অভিযোগ প্রাণ নাশের হুমকি দেয়া হয় অ্যাসিস্ট্যান্ট সুপারকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

ক্যানিং হাসপাতাল
ক্যানিং হাসপাতাল
ক্যানিং: হাসপাতালের ঢুকে দাদাগিরি। প্রাণ নাশের হুমকি দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট সুপারকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যানিং মহকুমার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসের অভিযোগ, এক পঞ্চায়েত সদস্য ও বহিরাগতদের নিয়ে এসে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশ।
অ্যাসিস্ট্যান্ট সুপারের অভিযোগ, ডিউটি রস্টারে রদবদল হলেও চুপ করে থাকা, কাউকে না জানিয়ে একজনের ডিউটি অপরজন করা, কাজে না এলেও বেতনের বিলে সই করা, ওয়ার্ডে আয়াকে ঢুকতে দেওয়ার মতো. একাধিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয় তাঁর ওপরে। কিন্তু মাথা নত না করায় এদিনের হুমকি।
advertisement
advertisement
অ্যাসিস্ট্যান্ট সৌরভ দাস জানিয়েছেন, ‘‘৭-৮ মাস ধরে সিকিউরিটি স্টাফের রস্টারটা আমি চাইছিলাম। পারছিলাম না। কারণ সেটা দেখে বিল সই করতে হয়। ওদের দাবি ওরা ডিউটি না করলেও বকেয়া স্লিপে আমাকে সই করে দিতে হবে। একজনের ডিউটি আরেকজন করবে, সেসব মেনে নিতে হবে। আমাকে বলেছে, আপনার অত রোস্টার দেখার দরকার নেই।’’
advertisement
হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের আরও অভিযোগ, ’’আয়াদের হাসপাতালের ভিতরে ঢুকতে দিতে হবে বলেও দাবি করতে থাকেন তাঁরা। বেশি নিয়ম দেখালে কী করে ক্যানিং থেকে বেরোন দেখে নেব। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে হুমকির মুখে পড়তে হল।’’
advertisement
অভিযুক্ত স্থানীয় নেতা দিঘিরপারা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়কের ঘনিষ্ঠ। গোটা ঘটনার কথা দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন ওই চিকিৎসক। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন CMOH।
যদিও এই বিষয় ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘‘তৃণমূল এমন হুমকি সংস্কৃতিতে বিশ্বাস করে না। দুর্নীতিকে কোনওদিন আপস করেনি তৃণমূল। যদি এমন হুমকি দেওয়ার ঘটনা ঘটে থাকে তা অত্যন্ত নিন্দনীয়। চিকিৎসক মানে ভগবানের সমতুল্য ,তৃণমূল এইরকম হুমকির রাজনীতিতে বিশ্বাস করেনা। প্রশাসন সঠিক তদন্ত করুক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে দল মত নির্বিশেষে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।’’
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hospital: হাসপাতালের সুপারকে খুনের হুমকি! সাফাইকর্মী, নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement