Bengal Election 2021: "রোদে ভিটামিন ডি বাড়ছে শরীরে, পায়ে হেঁটে মেদও ঝড়ছে!" বিন্দাস বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী

Last Updated:

অভিনয় করে মানুষের মনে আনন্দ দিয়েছেন, এখন প্রার্থী হয়ে আশা রাখছেন আগামিদিনে মানুষের সেবা করবেন সরাসরি৷

জোর কদমে চলছে ভোট প্রচার৷ লক্ষ্য ২ মে৷ শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর শেষবেলার প্রচার চলছে দুরন্ত৷ অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী, ইমেজে পরিবর্তন৷ তনুশ্রী বলছেন তিনি চিরকাল মানুষের জন্য কাজ করেছেন৷ অভিনয় করে মানুষের মনে আনন্দ দিয়েছেন, এখন প্রার্থী হয়ে আশা রাখছেন আগামিদিনে মানুষের সেবা করবেন সরাসরি৷
১) অভিনেত্রী থেকে নেত্রী হতে গেলে চেহারায় একটা বদল আসে৷ ঝাঁ চকচকে পোশাক ছেড়ে সাধারণ শাড়ি-জুতো পরতে হয়৷ তাহলে কী দলে যোগদানের পর প্রথমেই সুতির শাড়ি ও ফ্ল্যাট শু কিনতে হয়েছে?
তনুশ্রী- 'আমি শাড়ি পরতে ভালবাসি এবং আমি ফ্ল্যাট শু-ই পরি'৷ বললেন ৫ফুট ৭ ইঞ্চি লম্বা মডেল-অভিনেত্রী৷ 'তাই আলাদা করে আমার এসব কেনার প্রয়োজন পড়েনি৷ দলে যোগ দেওয়া ও প্রার্থী হওয়ার পর যেটা প্রথম করেছি, সেটা হল শ্যামপুরে চলে এসেছি৷'
advertisement
২) প্রচন্ড গরম, তাপ থেকে বাঁচতে কী করছেন?
তনুশ্রী-কোনও উপায় তো নেই৷ এর সঙ্গেও লড়তে হবে৷ সানস্ক্রিন লাগাচ্ছি, তবে সেভাবে কাজ হওয়ার নয়৷ আমি সবকিছুর ভাল দিক দেখি৷ তাই রোদের ফলে শরীরে যে ভিটামিন ডি ঘাটতি পূরণ হচ্ছে, তাতে নিশ্চিন্ত হচ্ছি৷
advertisement
৩) রাস্তায় নেমে ফুচকা, চপ খাচ্ছেন৷ কোনও ডায়েট মানা তো সম্ভব হচ্ছে না?
তনুশ্রী-একদমই নয়৷ কোনও ডায়েট মানছি না৷ উল্টে ভাবছি শ্যামপুর থেকে চাল নিয়ে যাব৷ এখানে খুব ভাল ধান চাষ হয়৷ আমি আসলে শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বাড়তে কিছু কিছু খাবার খাই৷ সেগুলিতেই জোর দিচ্ছি৷ বাকি অন্য কিছুই মাথায় আসছে না৷ এখন সামনে একটাই তো লক্ষ্য৷
advertisement
৪) যেখানে যান সেখান থেকে কিছু না কিছু কেনেন৷ ব্যাঙ্কক থেকে টমইয়াম স্যুপের সরঞ্জাম কিনেছিলেন শ্যুটে গিয়ে৷ শ্যামপুর থেকে তাই চাল কিনবেন?
তনুশ্রী-সঙ্গে সব্জিও৷ দারুণ টাটকা সব্জি ফলে এখানে৷
৫) শ্যামপুরে থাকছেন নিশ্চয়ই? প্রতিদিন তো বাড়ি থেকে যাতায়াত সম্ভব নয়৷ তাহলে সেখানে জিমের ব্যবস্থা করেছেন?
তনুশ্রী-জিমের দরকার কী৷ মাইলের পর মাইল হেঁটেই তো মেদ ঝড়ছে৷ কোনও যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে না৷ একেবারে সাধারণ নিয়মেই ফিট থাকছি৷
advertisement
৬) আপনি তো বাড়িতেও সাধারণ ভাবে চলেন৷ বাড়িতেও নাকি এসি বেশি চালান না?
তনুশ্রী-একেবারেই ঠিক৷ তাই তো আমার গরমে খুব বেশি সমস্যাও হচ্ছে না৷ আমি এসবে অভ্যস্থ৷
৭) মাথা গরম হতে পারে, ভোটের উত্তাপ বলে কথা৷ কী করছেন মাথা ও পেট ঠান্ডা রাখতে?
তনুশ্রী-জল খাচ্ছি প্রচুর৷ মিনারেল ওয়াটারই খাচ্ছি৷ খাবারও খুব হাল্কা খাচ্ছি৷ তবে মাথা ঠান্ডা রাখাটাই তো বিশেষ ব্যাপার৷ তার জন্য মেডিটেশনেই মন দিয়েছি৷
advertisement
৮) টলিউডে বহু কাছের বন্ধু অন্য দলে৷ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডা হলেও তো মন হাল্কা থাকে ও মাথায় ঠান্ডা৷ কথা হচ্ছে তাঁদের সঙ্গে...
তনুশ্রী-একটু ক্লান্ত গলায় বললেন 'না, আড্ডা হয়নি'৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021: "রোদে ভিটামিন ডি বাড়ছে শরীরে, পায়ে হেঁটে মেদও ঝড়ছে!" বিন্দাস বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement