MAKAUT Student Death: বাতিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা, 'ম্যাকাউট'-এর ছাত্রী মৃত্যু ঘিরে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
MAKAUT Student Death: ম্যাকাউট-এ আজকের জন্য ইন্টারনাল সমস্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ জানা গেছে, আজই ময়নাতদন্ত হবে মৃত ছাত্রীর দেহ৷
নদীয়া: নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর ছাদ থেকে পড়ে মৃত্যু এক ছাত্রীর৷ ছাদ থেকে ঝাঁপ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? ইতিমধ্যেই তা নিয়ে জোরদার তদন্তে নেমেছে পুলিশ।
ম্যাকাউট-এ আজকের জন্য ইন্টারনাল সমস্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ জানা গেছে, আজই ময়নাতদন্ত হবে মৃত ছাত্রীর দেহ৷ অন্যান্য ছাত্ররা দাবি করেছেন, পরীক্ষা চলাকালীন খাতা নিয়ে নিয়েছিল অধ্যাপিকা৷ দেখে দেখে লিখছিল পরীক্ষায়৷ ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের৷ তবে এই নিয়ে ছাত্রীর বাবা মুখ খোলেনি। পুরো বিষয়টা কথা বলতে চাইছে না৷
advertisement
advertisement
জানা যায়, গুরুতর জখম অবস্থায় এম টেক-এর ওই ছাত্রীকে হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্রের খবর, হস্টেলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়েছেন তরুণী। মৃত ছাত্রীর বাড়ি দুর্গাপুর।
advertisement
দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল ‘ম্যাকাউট’। সমাজমাধ্যমে ওই কলেজের এক অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। ভিডিও-এ তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় কলেজ ছাত্রকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, ক্লাসরুমে কী ভাবে ওই আচরণ করলেন অধ্যাপিকা। বিতর্কের আবহে অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল।
advertisement
রঞ্জিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
MAKAUT Student Death: বাতিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা, 'ম্যাকাউট'-এর ছাত্রী মৃত্যু ঘিরে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের