Hooghly News: মোদির হয়ে গ্যারান্টি দিলেন রাজ্যপাল, কী বললেন সি ভি আনন্দ বোস?
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Debamoy Ghosh
Last Updated:
পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে হুগলির উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানেই মোদিজির গ্যারান্টির কথা বললেন তিনি একই সঙ্গে মুখ খোলেন সিএএ প্রসঙ্গ নিয়ে। তিনি বার্তা দেন এক ভারত শ্রেষ্ঠ ভারতের।
হুগলি: পিএম সুরজ পোর্টালের উদ্বোধনে হুগলির উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানেই মোদিজির গ্যারান্টির কথা বললেন তিনি৷ একই সঙ্গে মুখ খোলেন সিএএ প্রসঙ্গ নিয়ে। তিনি বার্তা দেন এক ভারত, শ্রেষ্ঠ ভারতের।
উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস, স্বামী বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে দারিদ্রের বিরুদ্ধে লড়াই লড়ব। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল।
advertisement
advertisement
সিএএ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এই আইন কোনও দেশবাসীর বিরুদ্ধে নয়। এটি যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে নিগৃহীত হয়ে ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে। সেই সব গরিব মানুষদের ভারত সুযোগ করে দিয়েছে নাগরিকত্ব দেওয়ার। এটা ভারতের কোনও নাগরিকদের বিরুদ্ধে এই আইন নয়।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ মানছেন না সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার সাংবিধানিক সতীর্থ মুখ্যমন্ত্রীর নিজের মতো প্রকাশের অধিকার আছে। সেটি যদি বিরুদ্ধেও হয় তাও তিনি করতে পারেন, এবং তিনি তাই করছেন।”
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2024 10:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মোদির হয়ে গ্যারান্টি দিলেন রাজ্যপাল, কী বললেন সি ভি আনন্দ বোস?








