Hooghly News: মোদির হয়ে গ্যারান্টি দিলেন রাজ্যপাল, কী বললেন সি ভি আনন্দ বোস?

Last Updated:

পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে হুগলির উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানেই মোদিজির গ্যারান্টির কথা বললেন তিনি একই সঙ্গে মুখ খোলেন সিএএ প্রসঙ্গ নিয়ে। তিনি বার্তা দেন এক ভারত শ্রেষ্ঠ ভারতের। 

উত্তরপাড়ার গণভবনে সরকারি অনুষ্ঠানের রাজ্যপাল
উত্তরপাড়ার গণভবনে সরকারি অনুষ্ঠানের রাজ্যপাল
হুগলি: পিএম সুরজ পোর্টালের উদ্বোধনে হুগলির উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানেই মোদিজির গ্যারান্টির কথা বললেন তিনি৷ একই সঙ্গে মুখ খোলেন সিএএ প্রসঙ্গ নিয়ে। তিনি বার্তা দেন এক ভারত, শ্রেষ্ঠ ভারতের।
উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস, স্বামী বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে দারিদ্রের বিরুদ্ধে লড়াই লড়ব। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল।
advertisement
advertisement
সিএএ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এই আইন কোনও দেশবাসীর বিরুদ্ধে নয়। এটি যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে নিগৃহীত হয়ে ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে। সেই সব গরিব মানুষদের ভারত সুযোগ করে দিয়েছে নাগরিকত্ব দেওয়ার। এটা ভারতের কোনও নাগরিকদের বিরুদ্ধে এই আইন নয়।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ মানছেন না সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার সাংবিধানিক সতীর্থ মুখ্যমন্ত্রীর নিজের মতো প্রকাশের অধিকার আছে। সেটি ‌যদি বিরুদ্ধেও হয় তাও তিনি করতে পারেন, এবং তিনি তাই করছেন।”
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মোদির হয়ে গ্যারান্টি দিলেন রাজ্যপাল, কী বললেন সি ভি আনন্দ বোস?
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement