West Bengal By Election 2024 : তৃণমূলেই ভরসা বরানগর-ভগবানগোলার! সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা

Last Updated:

West Bengal By Election 2024: আজ, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কার দখলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও চলছে। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই আসনও।

সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা
সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা
কলকাতাঃ আজ, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কার দখলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও চলছে। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই আসনও। যার মধ্যে তারকা কেন্দ্র বরানগর (Baranagar Bye Election) এবং ভগবানগোলা। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৮০১৮ ভোটে জয়ী।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়
বরানগরে লড়াইটা প্রথম থেকেই ছিল ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করেছে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে বিধানসভায় বাঁকুড়া কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়। অন‍্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
advertisement
মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যা ইঙ্গিত, তাতে রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে বরানগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা আর সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
advertisement
অপরদিকে, ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। তাই এখানে উপনির্বাচন হয়। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। লোকসভা নির্বাচনের পাশপাশি বিধানসভার উপনির্বাচনেও সবুজ আবির এবং ঘাসফুল ঝড় দেখা গেল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal By Election 2024 : তৃণমূলেই ভরসা বরানগর-ভগবানগোলার! সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement