Hooghly News: বন্ধ সেবাসদনে চলছে বাহারি গাছের ব্যবসা! কবে খুলবে হাসপাতাল জানে না কেউ
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
গোটা হাসপাতাল জুড়ে শুধুই নার্সারীর ব্যবসা। চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গেছে বছর দশকেরও বেশি। হুগলির রিষড়ার সেবা সদনে এমনই অবস্থা।
হুগলি: বন্ধ হাসপাতাল হয়ে উঠেছে গাছের ব্যবসার আড়ত। গোটা হাসপাতাল জুড়ে শুধুই নার্সারীর ব্যবসা। চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গেছে বছর দশকেরও বেশি। একসময়ের স্থানীয় বাসিন্দাদের ভরসার হাসপাতাল এখন ফুল গাছ কিনতে আসার জায়গা। হুগলির রিষড়ার সেবা সদন হাসপাতালের এমনই অবস্থা ছবি ধরা পড়েছে লোকাল ১৮ এর ক্যামেরায়।
রিষড়া মোরপুকুর এলাকায় রয়েছে সেবা সদন হাসপাতাল। একটা সময় এই হাসপাতালে প্রতিদিন প্রায় পাঁচশোরও বেশি রোগী আসতেন। হাসপাতালে শল্য চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে, প্রসূতি বিভগ ও আউটডোর পরিষেবার মতন একাধিক পরিষেবার সুযোগ পেতেন স্থানীয় বাসিন্দারা। রিষড়া পৌরসভা পরিচালিত এই সেবাসদনের উপর ভরসা করতেন এলাকার এক বৃহৎ অংশের মানুষজন। যেকোনো শারীরিক সমস্যা কিংবা কোনরকম পরীক্ষা সব কিছুর জন্যই তাদের আসতেনএই হাসপাতালে। তবে অজানা কোনো এক কারণে বছর দশেক আগে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এই হাসপাতাল । তারপর থেকে এখনো পর্যন্ত বহুবার শোনা গিয়েছে হাসপাতাল খোলা হবে তবে তার রূপায়ণ এখনওপর্যন্ত হয়ে ওঠেনি।
advertisement
advertisement
হাসপাতাল বন্ধ হয়ে গেলেও হাসপাতালে ভেতরে চলছে এখন নার্সারীর ব্যবসা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের মধ্যে এসে চিকিৎসা পরিষেবা নয় মানুষজন এসে ফুল গাছ কিনে নিয়ে যান বাড়িতে লাগানোর জন্য। কার মদতে কি ভাবে সরকারি জমির মধ্যে এই ব্যবসা গড়ে উঠেছে সে বিষয়ে প্রশ্ন করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।বিরোধীদের অভিযোগ, পুরসভার সঙ্গে একাধিকবার হাসপাতাল খোলা নিয়ে বৈঠক করতে চাওয়া হইলে তাতে কর্ণপাত করেনি প্রশাসন। বরং দিনের পর দিন হাসপাতালের ভেতরে বেড়ে চলেছে গাছের ব্যবসা।
advertisement
বন্ধ হাসপাতালের সরকারি সম্পত্তির ভিতরে কিভাবে এই ব্যবসা চলছে তার এখনও পর্যন্ত সদউত্তর দিতে পারেনি কেউই। এই বিষয়ে নার্সারির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংবাদ মাধ্যম দেখে সেই জায়গা থেকে পালিয়ে যান। স্থানীয় পুরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন তিনি এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখবেন।তবে সাধারণ মানুষের মুখে প্রশ্ন একটাই কিভাবে সরকারি সম্পত্তির মধ্যে বেসরকারি ব্যবসা চলতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি সাধারণ মানুষের ব্যবহারের জন্য হাসপাতাল যাতে খুব শীঘ্রই চালু করা হয়।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বন্ধ সেবাসদনে চলছে বাহারি গাছের ব্যবসা! কবে খুলবে হাসপাতাল জানে না কেউ