Bus Strike: শুরু হবে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট! কবে থেকে? মাথায় হাত আমজনতার

Last Updated:

Bus Strike: অনির্দিষ্টকালের মুর্শিদাবাদে বাস ধর্মঘটের ডাক! হয়রানির আশঙ্কা।

+
দাঁড়িয়ে

দাঁড়িয়ে আছে বেসরকারি বাস 

মুর্শিদাবাদ: বর্তমানে অটো ও টোটোর দৌরাত্ম্য নাজেহাল অনেকেই। তবে এবার নাজেহাল বাস মালিকরাও।আগামী ২২ জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন।মুর্শিদাবাদ জেলার বেসরকারি বাসের ওপর নির্ভরশীল অনেক যাত্রীরা।
জেলার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য বেসরকারি বাস অন্যতম ভরসা। এবার সেই বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিক সংগঠন।তাদের দাবি, মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন রাজ্যে সড়ক ও জাতীয় সড়কের ওপরে বেআইনিভাবে অটো ও টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। এছাড়াও আরটিও কে অগ্রাহ্য করেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে এই অবৈধভাবে টোটো ও অটোর দৌরাত্ম্য বেড়ে চলার কারণে বাস মালিকদের প্রবল সংকটের মধ্যে পড়তে হচ্ছে।
advertisement
advertisement
যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা তারা এবার একত্রিত হয়ে আগামী ২২ শে জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী সোমবার থেকে এই বেসরকারি বাস ধর্মঘট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। বাস মালিকদের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ, বহরমপুর, কান্দি বাসস্ট্যান্ডে পথসভার মধ্যে দিয়েই এই বার্তা দেওয়া হয় পথচারী ও নিত্য যাত্রীদের।
advertisement
এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে অটো ও টোটোর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তারপরেও টোটো ও অটোতে করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যে সড়কের ওপর দিয়ে ।ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা। তাই এবার বাস মালিকরা এই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।
advertisement
—– কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Strike: শুরু হবে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট! কবে থেকে? মাথায় হাত আমজনতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement