মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা বাস, পুলিশ সময়মতো না এলে কী যে হতো!
- Published by:Satabdi Adhikary
- Written by:Sujit Bhoumik
Last Updated:
শেষমেশ মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে বাসের আগুনে জল ঢালার ব্যবস্থা করে।
#দক্ষিণবঙ্গ: বাসে করে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিলেন। মাঝ রাস্তায় হঠাৎ বিপত্তি। কয়েক মিনিটের মধ্যেই গোটা বাস ঢেকে গেল ধোঁয়ায়। কোথায় আগুন লাগল? আতঙ্কে চিৎকার জুড়লেন যাত্রীরা।
হলদিয়া থেকে মেচেদা রাজ্যসড়কের উপর দিয়ে যাচ্ছিল যাত্রিবোঝাই বাসটি। মাঝে মহিষাদলের আজড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে হঠাৎই চালক বুঝতে পারেন, বাসের কোথাও আগুন লেগেছে। বুঝতে পারার প্রায় সঙ্গে সঙ্গেই গোটা বাস সাদা ধোঁয়ায় ঢেকে যায়। বিপদ থেকে বাঁচতে পড়িমড়ি করে বাস থেকে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের বাইরে থাকা লোকজনও। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়।
advertisement
advertisement
শেষমেশ মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে বাসের আগুনে জল ঢালার ব্যবস্থা করে।
advertisement
তবে, ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল, তা বুঝতে পারা যায়নি। প্রাথমিক ভাবে, যান্ত্রিক ত্রুটিকেই কারণ বলে মনে করা হচ্ছে। তবে অগ্নিদ্বগ্ধ চলন্ত বাস থেকে তাড়াতাড়ি করে সব বাসযাত্রী নেমে পড়ায়, বড় ধরনের কোনও বিপদ ঘটেনি বলে মনে করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2022 12:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা বাস, পুলিশ সময়মতো না এলে কী যে হতো!