Bus Accident: ওভারটেকের বলি! বৃষ্টিভেজা রাস্তায় ভয়াবহ পরিণতি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bus Accident: যাত্রী বোঝাই বাসের ধাক্কায় মৃত্যু হয় ছোট গাড়ির চালকের। দুর্ঘটনায় বাকি আহতরা বাসের যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে
বাঁকুড়া: ওভারটেক করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা ছাতনায়। রাস্তার পাশ দিয়ে যাওয়া ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত আরও ২৪ জন।
সোমবার দুপুরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে ছাতনার অদূরে জলট্যাঙ্কি সংলগ্ন এলাকায়। যাত্রী বোঝাই বাসের ধাক্কায় মৃত্যু হয় ছোট গাড়ির চালকের। দুর্ঘটনায় বাকি আহতরা বাসের যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে ডিজায়ার গাড়িটিকে। তারপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।
advertisement
advertisement
ডিজায়ার গাড়ির চালক শ্যামাপদ গড়াই (৫২) মারা যান। তাঁর বাড়ি বাঁকুড়ায়। বাসের যে ২৪ জন যাত্রী আহত হয়েছেন তাঁদেরকে প্রথমে স্থানীয় এবং ছাতনা থানার পুলিশের সহযোগিতায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, বাসের সামনের চাকার টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তার জেরেই এই দুর্ঘটনা।
advertisement
আকাশ মেঘলা। সঙ্গে ক্রমাগত বৃষ্টি পড়ছিল। স্থানীয়দের মধ্যে অনেকেই মনে করছেন বাসের গতি বেশি থাকায় বৃষ্টি ভেজা রাস্তায় চাকা স্কিড করে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আবার এক অংশের দাবি, বাসের বেপরোয়া গতিই কেড়ে নিয়েছে গাড়ির চালকের প্রাণ। তবে আসলে ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা সঠিকভাবে জানা যায়নি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 7:46 PM IST