Bus Accident: চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা! জানলা দিয়ে বের করা হাত কেটে পড়ল রাস্তায়

Last Updated:

Bus Accident: আপনি কি বাসে যাত্রা করেন। জানলার বাইরে হাত রেখে থাকেন। সাবধান হন আজই। আপনার সঙ্গে ঘটে যেতে পারে যেকোন সময় দুর্ঘটনা। মুর্শিদাবাদে যা ঘটল তা শিউড়ে উঠবেন আপনিও।

হরিহরপাড়ায় দুর্ঘটনায় আহত
হরিহরপাড়ায় দুর্ঘটনায় আহত
হরিহরপাড়া, তন্ময় মন্ডল: আপনি কি বাসে যাত্রা করেন। জানলার বাইরে হাত রেখে থাকেন। সাবধান হন আজই। আপনার সঙ্গে ঘটে যেতে পারে যেকোন সময় দুর্ঘটনা। মুর্শিদাবাদে যা ঘটল তা শিউড়ে উঠবেন আপনিও।
মঙ্গলবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল হরিহরপাড়ার রাজ্যসড়কে। ট্যাংরামারি এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাস ও পণ্যবাহী গাড়ির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত বাসের জানলা দিয়ে হাত বের করেছিলেন কয়েকজন যাত্রী। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে এক যাত্রীর হাত কেটে পড়ে যায় রাস্তায়।
advertisement
advertisement
এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যে হাত কেটে যায় মানিক মণ্ডল (৩০), বাড়ি গরীবপুর ফরাজি পাড়ায়। এছাড়াও এই ঘটনায় গুরুতর জখম হয় আরও দুই যাত্রী আলামিন হক (২৮), বাড়ি বেলডাঙা, এবং সান্তনা হালদার (৭২), বাড়ি দোগাছি এলাকায়।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তিনজনকেই স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসের দ্রুত গতি থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসের বাইরে হাত রাখার কারণেই হাত কেটে বাদ যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজ্যসড়কে প্রতিনিয়ত দ্রুতগতিতে গাড়ি চলাচল করছে, এই দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Accident: চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা! জানলা দিয়ে বের করা হাত কেটে পড়ল রাস্তায়
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement