Falta Woman Death: দাউ দাউ করে জ্বলছিল খড়ের গাদা, ভিতরে মহিলার দেহ! ঘুম ভেঙেই শিউড়ে উঠল ফলতা

Last Updated:

এ দিন সকালে ফলতার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুদা গ্রামে একটি বাগানের মধ্যে নির্জন এলাকায় দাউ দাউ করে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷

ফলতায় এই জায়গা থেকেই উদ্ধার হয় মহিলার দেহ৷
ফলতায় এই জায়গা থেকেই উদ্ধার হয় মহিলার দেহ৷
আনিশউদ্দিন মোল্লা, ফলতা: সকালবেলা নির্জন এলাকায় জ্বলছিল খড়ের গাদা৷ প্রথমে সেভাবে গুরুত্ব না দিলেও আগুনের কাছে যেতেই চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা৷ কারণ খড়ের গাদার ভিতরেই পড়েছিল এক মহিলার অগ্নিদগ্ধ দেহ৷ বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগণার ফলতায়৷
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ফলতার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুদা গ্রামে একটি বাগানের মধ্যে নির্জন এলাকায় দাউ দাউ করে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ কৌতূহল বশতই আগুনের কাছে এগিয়ে যান কয়েকজন৷ তখনই তাঁদের নজরে পড়ে, জ্বলন্ত খড়ের গাদার ভিতরে রয়েছে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ৷ সঙ্গে সঙ্গে ফলতা থানায় খবর দেন তাঁরা৷
advertisement
advertisement
পুলিশ এসে মহিলার অগ্নিদগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়৷ পাশাপাশি অজ্ঞাতপরিচয় ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷
নির্জন এলাকায় কীভাবে জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ মহিলাকে খুন করে দেহ লোপাটের উদ্দেশ্যে খড়ের গাদার মধ্যে ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ মহিলার দেহ সম্পূর্ণ রূপে পুড়ে যাওয়ায় তাঁর বয়সও অনুমান করতে সমস্যায় পড়েছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Falta Woman Death: দাউ দাউ করে জ্বলছিল খড়ের গাদা, ভিতরে মহিলার দেহ! ঘুম ভেঙেই শিউড়ে উঠল ফলতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement