Street Food : পিস নয়, ওজন দরে চিকেন-পনির ফ্রাই! কখনও শুনেছেন? নতুন ফুড হাব হয়ে উঠেছে বাংলার এই জায়গা, একবার যাবেন নাকি?
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Street Food : বাঙালি আর আড্ডা, এই দুটি শব্দই যেন একে অপরের পরিপূরক। আর আড্ডা মানেই তো কাপে ধোঁয়া ওঠা চা আর গরমাগরম স্নাক্স।
বর্ধমান, সায়নী সরকার : বাঙালি আর আড্ডা,এই দুটি শব্দই যেন একে অপরের পরিপূরক। আর আড্ডা মানেই তো কাপে ধোঁয়া ওঠা চা আর গরমাগরম স্নাক্স।
সন্ধ্যেবেলা স্নাক্স মানেই তো চটপটে আর মুখরোচক নানা খাবার, সে সামুদ্রিক মাছ হোক কিংবা নিরামিষ কিংবা মাংসের বিভিন্ন আইটেম। এবার এসবই মিলবে একই ছাতার তলায়।
বর্ধমানে পুলিশ লাইনে মানিক দা দোকানে, তাও আবার ওজন দরে! এখানে আপনি পাবেন প্রায় ১৮ রকমের আইটেম, আর দাম শুরু মাত্র ৩০ টাকা কেজি থেকে।
advertisement
advertisement
সন্ধে নামলেই মনটা একটু ‘চটপটে’ আর ‘মুখরোচক’ খাবারের জন্য খাইখাই করে? তা হলে আপনি চলে যেতে পারেন পুলিশ লাইনে মানিকদার দোকানে। এখানে পিস হিসেবে নয়, বরং ওজনে মিলবে আপনার পছন্দের প্রিয় সব ভাজা ভুজি। মাছ, মাংস থেকে শুরু করে নিরামিষাসীদের পছন্দের পনির, মাশরুম সবই হাজির একই ছাতার তলায়।
আরও পড়ুন- প্লেব্যাক থেকে বিরতি, এবার কি জিয়াগঞ্জের স্টুডিও থেকেই…,অরিজিতের পরের অধ্যায়ে বিরাট চমক
প্রায় ১৮ রকমের আইটেম পাবেন এখানে। আর দাম শুরু মাত্র ৩০ টাকা কেজি থেকে। দোকান খোলা থাকে বিকেল ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা বাড়ির জন্য পার্সেল, এই দোকানটি এখন বর্ধমানের নতুন হটস্পট!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Street Food : পিস নয়, ওজন দরে চিকেন-পনির ফ্রাই! কখনও শুনেছেন? নতুন ফুড হাব হয়ে উঠেছে বাংলার এই জায়গা, একবার যাবেন নাকি?









