জৌলুস হারালেও আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বর্ধমানের দাস বাড়িতে পুজো হয় হরগৌরীর
- Published by:Teesta Barman
Last Updated:
সংস্কারের অভাবে জমিদার বাড়ির জৌলুস কমেছে। ১৫০ বছর আগে ব্রজেন্দ্রলাল দাস এই পুজো শুরু করেছিলেন।
#বর্ধমান: বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার জমিদারি বাড়ি৷ দাস বাড়ি নামেই পরিচিত। ঢোকার মুখেই পেল্লায় লোহার গেট৷ তার উপরে নহবত বসার জায়গা৷ পুজো মণ্ডপের সামনেই বিশাল এক উঠান৷ জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ যেন এর চেয়ে ভাল হয় না। তবে সংস্কারের অভাবে জমিদার বাড়ির জৌলুস কমেছে। ১৫০ বছর আগে ব্রজেন্দ্রলাল দাস এই পুজো শুরু করেছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, ২৪ পরগণা এলাকা জুড়ে ছিল তাঁর জমিদারি৷ এত অগাধ সম্পত্তি থাকলেও মনে সুখ ছিল না ব্রজেন্দ্রলালের। তিন কন্যা থাকলেও পুত্র সন্তান ছিল না তাঁর। দেবীর কাছে নিজের দুঃখের কথা বলেছিলেন। পরে স্বপ্নাদেশে দেবী তাঁকে পুজো করার নির্দেশ দেন৷ এরপরেই ব্রজেন্দ্রলালের পুত্র সন্তানের জন্ম হয়৷
advertisement
advertisement
এখানে দুর্গা-সহ অনান্য কারও হাতেই অস্ত্র থাকে না৷ দুর্গা এখানে হরগৌরী৷ দেবী এখানে দ্বিভূজা৷ কারও হাতে অস্ত্র নেই৷ সিংহ নেই৷ দুর্গা ও শিব ষাঁড়ের পিঠে৷ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকলেও নেই মহিষাসুর৷ আর তাই নেই মোষের কাটা মুণ্ডও৷ দুর্গা এখানে সৌম্য রূপ৷ কোনও বলি দেওয়া হয় না৷ অষ্টমীর দিন এখনও মাটির ১০৮টি প্রদীপ জ্বালানো হয়৷
advertisement
জমিদারি আমলের পুজোর জৌলুস হারালেও নিয়মের কোনও পরিবর্তন ঘটেনি। পরিবারের সদস্যরা বলেন, ''সেদিন কতটা আড়ম্বরের সঙ্গে পুজো হত, এই বিশালাকার বাড়ি তা বুঝিয়ে দেয়। আগে এলাকার সবাই আমাদের এই পুজোকে ঘিরে মেতে উঠতেন৷ অষ্টমী পুজোর সন্ধ্যায় বা দিনে যখনই হোক না কেন, এখান শঙ্খ চিলের দেখা মিলবেই৷''
advertisement
পরিবারের সদস্যরা জানালেন, আগে পুজোয় মহালয়ার সময় থেকেই লোকেদের আসা যাওয়া শুরু হয়ে যেত৷ সেই সময় থেকেই সবারই খাওয়ার ব্যবস্থা থাকতো৷ এখন শুধু নবমীর দিন প্রতিবেশী-সহ নিমন্ত্রিত কিছু লোকজন খাওয়ানো হয়৷ জমিদার বাড়ির পুজো দেখতে প্রতিদিনই এখানে অনেকেই ভিড় জমান৷ পুজোর সময় আলোয় আলোয় গোটা জমিদার বাড়িটাই একট অন্য চেহারায় ধরা দেয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 7:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জৌলুস হারালেও আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বর্ধমানের দাস বাড়িতে পুজো হয় হরগৌরীর