Burdwan Holi: দোলের দিন নয়, আজ রংয়ের উৎসবে মাতবে বর্ধমান! কারণ জানেন?

Last Updated:

দোল পূর্ণিমার দিনই রং খেলায় মেতে ওঠেন রাজ্যবাসী। বর্ধমানের চিত্রটা সেখানে একটু অন্য রকম।

দোলের দিন রাজবাড়ির কুলদেবতাকে আবির নিবেদন করা হয় বর্ধমানে৷
দোলের দিন রাজবাড়ির কুলদেবতাকে আবির নিবেদন করা হয় বর্ধমানে৷
বর্ধমান: রাজ্য তথা সারা দেশ যখন রঙের উৎসবে মাতোয়ারা তখন আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক থাকল শহর বর্ধমান। এই শহরে রং খেলা হয় দোলের পরদিন। দোল পূর্ণিমায় আবির দেওয়া হয় রাজবাড়ির কুলদেবতার পায়ে। সেই আশীর্বাদ নিয়ে শহরবাসী রঙ খেলায় মেতে ওঠেন তার পরের দিন।
শুক্রবার দোল, শনিবার হোলি। আজ শুক্রবার রংয়ের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ তথা রাজ্য। তখন রাজবাড়ির শহর বর্ধমান রয়েছে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক। দোল পূর্ণিমায় রং  খেলেন না বর্ধমানের বাসিন্দারা। কারণ জানেন কী?
advertisement
গোটা রাজ্যের মানুষ যখন রংয়ের উৎসবে মাতোয়ারা তখন শুক্রবার আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক থাকল বর্ধমান শহর। বর্ধমানে এদিন অনুষ্ঠিত হল রাজ কুলদেবতার দোল। বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে আবির মাখলেন রাধাগোবিন্দ জিউ। তাই দোলের দিন রং খেলেন না বর্ধমানবাসী। তাঁরা রঙের উৎসবে মেতে উঠবেন আজ, শনিবার। বর্ধমানে এই রীতি শতবর্ষ প্রাচীন। রাজা না থাক, রাজবাড়ির প্রথা রয়েছে পুরো মাত্রায়।
advertisement
দোল পূর্ণিমার দিনই রং খেলায় মেতে ওঠেন রাজ্যবাসী। বর্ধমানের চিত্রটা সেখানে একটু অন্য রকম। শুক্রবার বর্ধমানের পথ ঘাট আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক থাকে। বর্ধমানে দোল পূর্ণিমার পরের দিন পালন করা হয় দোল। পরের দিনই বর্ধমানবাসী মেতে ওঠেন রং খেলার আনন্দে। বর্ধমান মহারাজার সময় থেকেই চলে আসছে এই রেওয়াজ।
রাজবাড়িতে রাধাগোবিন্দ জিউয়ের পুজো হতো দোলের দিন। সারাদিন পুজোর পরে আর রং খেলার সময় পাওয়া যেত না। সন্ধ্যা নেমে যেত। তাই তখন একটা উপায় বার করা হয়েছিল। পরের দিন তো আর পুজোর ব্যস্ততা থাকবে না, তাই সেদিনই তাহলে রং খেলা হোক। সেই থেকেই চলে আসছে এই প্রথা। রাজ নির্দেশেই বর্ধমানে দোল পূর্ণিমার দিনে খেলা হয় না রং। বরং তার পরের দিনই রং খেলার আনন্দে মাতেন আপামর বর্ধমানবাসী। সেই ঐতিহ্য আজও বহমান।
advertisement
মহারাজ মহাতাব চাঁদের সময় থেকেই এই প্রথা চলে আসছে। দোল পূর্ণিমায় কুল দেবতারা দোল খেলেন। দেবতাদের পায়ে আবির দেওয়া হয়। আগে দোল উপলক্ষে ভিয়েন বসতো। লুচি, মালপোয়া তৈরি হতো। অগণিত প্রজার মধ্যে সেই ভোগ বিলি করা হতো। এখন সেই আড়ম্বর নেই। তবে এখনও সন্ধ্যায় ভোগ নিবেদনের পর দর্শনার্থীদের মধ্যে তা বিতরণ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Holi: দোলের দিন নয়, আজ রংয়ের উৎসবে মাতবে বর্ধমান! কারণ জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement