Mamata Banerjee Visit: তৈরি হচ্ছে হেলিপ্যাড, সাজ সাজ রব! বীরভূম থেকে বর্ধমানে আসবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee Visit || Burdwan: শুক্রবার মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গোদা এলাকার একটি স্কুলে নিরাপত্তার বিষয়ে বৈঠক হল।  বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক অভিজিৎ পাঁজা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বর্ধমান: তৈরি রাখা হচ্ছে সড়ক পথও। তবে ২ ফেব্রুয়ারি বীরভূম থেকে বর্ধমানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আসার সম্ভাবনাই বেশি। সেইজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে হেলিপ্যাড। শনিবার হেলিকপ্টারের ট্রায়াল রান হবে। বর্ধমানের গোদার মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উপভোক্তাদের বিভিন্ন সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গোদা এলাকার একটি স্কুলে নিরাপত্তার বিষয়ে বৈঠক হল।  বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক অভিজিৎ পাঁজা। এছাড়াও জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, আঞ্চলিক পরিবহণ আধিকারিক অনুপম চক্রবর্তী সহ জেলা প্রশাসনের অনান্য আধিকারিকরা।
advertisement
advertisement
মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী বীরভূম থেকে এখানে আসবেন। দুটি জেলার বিভিন্ন বিষয়ে উপভোক্তাদের সুবিধা প্রদান অনুষ্ঠান হবে। অনেক গাড়ি আসবে। সেগুলি কোথায় রাখা হবে সে বিষয়ে মূলত আলোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য সেফ হোম কোথায় করা হবে সেটিও আলোচনা করা হয়েছে। এখনও অবধি হেলিকপ্টারে আসবেন বলে জানানো হলেও সড়ক পথের ব্যবস্থাও রাখা হচ্ছে।
advertisement
ভেদিয়া এলাকার রেলের নিচে আসায় সমস্যা হতে পারে। সেই কারনেই হেলিকপ্টারে আসার বিষয়টি মাথায় রাখা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে বর্ধমানে এই সভা হবে। তাই, দুই জেলার উপভোক্তাদের কী ভাবে নিয়ে আসা হবে, বাসগুলি কোথায় রাখা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।
advertisement
সূত্রের খবর দুটি জেলার বিভিন্ন ব্লক থেকে হাজার পঞ্চাশ লোক আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাভাবিক কারনেই বিভিন্ন গাড়ি আসায় যানজটের পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে কোথায় মঞ্চ হবে, টয়লেট, পানীয় জল, জরুরি স্বাস্থ্য পরিষেবা কী ভাবে দেওয়া হবে সে নিয়ে আলোচনা হয়েছে। সভাস্থলের ডিজোন এলাকায় কারা বসবেন। কোথায় মঞ্চ হবে সে বিষয়েও আলোচনা করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee Visit: তৈরি হচ্ছে হেলিপ্যাড, সাজ সাজ রব! বীরভূম থেকে বর্ধমানে আসবেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement