Burdwan News: হবে ফোর লেন, বর্ধমানের সদরঘাটে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের

Last Updated:

বর্ধমানের সদরঘাটে দামোদরের উপর তৈরি হবে নতুন সেতু। সেই সঙ্গে বাঁকুড়া মোড় পর্যন্ত ফোর লেন হবে রাজ্য সড়ক। এ'জন্য খরচ ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা

বর্ধমান: বর্ধমানবাসীদের জন্য খুশির খবর। বর্ধমানের সদরঘাটে দামোদরের উপর তৈরি হবে নতুন সেতু। সেই সঙ্গে বাঁকুড়া মোড় পর্যন্ত ফোর লেন হবে রাজ্য সড়ক। এ'জন্য খরচ ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা। এরফলে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি হুগলি, বাঁকুড়া জেলার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। বর্ধমানের সদরঘাটে দামোদরের ওপর কৃষক সেতু রয়েছে। কিন্তু সেই সেতুটি বয়সের ভারে বেহাল হয়ে পড়েছে। সেকারণেই তার পাশে নতুন সেতু গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
সদরঘাটকে বর্ধমান শহরের প্রবেশদ্বার বলা হয়। পঞ্চাশ বছরের পুরনো এই সেতুর মধ্য দিয়েই বর্ধমানের রায়না, খণ্ডঘোষ, মাধবডিহির পাশাপাশি বাঁকুড়া জেলা ও হুগলির আরামবাগ মহকুমার সঙ্গে সড়ক যোগাযোগ বর্ধমানের। কিন্তু সেতুটি বেহাল হয়ে পড়ায় মাঝেমধ্যেই সংস্কারে হাত লাগাতে হয়, তখন যান চলাচলে খুবই সমস্যা দেখা দেয়। তাছাড়া যান বাহনের অত্যধিক চাপ বহন করাও এই সেতুর পক্ষে ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যার পাকাপাকি সমাধান করতে চলেছে রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে, কৃষক সেতুর পাশেই সম্পূর্ণ নতুন একটি ব্রিজ গড়ে তোলা হবে। কয়েক দিন আগে রাজ্য পূর্ত দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। এরপর নয়া সেতু গড়ার ব্যাপারে সিলমোহর দিয়েছে নবান্ন।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু নতুন সেতু নির্মাণ নয়, সেখান থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাজ্য সড়কের প্রায় ৬ কিলোমিটার অংশ সম্প্রসারণ করা হবে। দুই লেনের ওই সড়ক চার লেন করার পরিকল্পনা হয়েছে। সম্পূর্ণ প্রকল্পটির জন্য প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রাথমিক কাজকর্ম মিটিয়ে চলতি বছর অক্টোবর মাসের পরই সেতু নির্মাণের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। একটি বিকল্প সেতুর দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরেই করে আসছিল। অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে রাজ্য সরকার। রাস্তা চওড়া হলে বর্ধমান-আরামবাগ রোডে যান চলাচলে গতি আসবে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: হবে ফোর লেন, বর্ধমানের সদরঘাটে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement