Building collapse: হুড়মুড়িয়ে নেমে আসল, নীচে দাঁড়িয়ে মহিলা! সব শেষ! বিরাটিতে কী ঘটল জানেন?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Building collapse: আবারও বহুতলে আতঙ্ক! হঠাৎই হুড়মুড়িয়ে নেমে আসল সব, নীচে দাঁড়িয়ে মহিলা।
উত্তর ২৪ পরগনা: গার্ডেনরিচের বহুতল আবাসন ভেঙে পড়ার রেশ কাটতে না কাটতেই আবারও ফের এক নির্মীয়মান আবাসনের একাংশ ভেঙে মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হল। আবারও প্রশ্ন উঠতে শুরু করল জায়গা জায়গায় গজিয়ে ওঠা প্রোমোটারি রাজ নিয়ে।
এই ঘটনাতেও অনেকেই বেআইনি প্রোমোটিং বলে অভিযোগ তুললেও, এখনও তার কোন সত্যতা জানা যায়নি। এদিন ঘটনাটি ঘটেছে বিরাটি শরৎ কলোনী এলাকায়। এই ঘটনায় এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন।
advertisement
কীভাবে ঘটল এই ঘটনা! স্থানীয় সূত্রে জানা যায়, শরৎ কলোনীর শরৎ বোস রোডে বেআইনি আবাসন তৈরি হচ্ছিল, তারই উপরতলার একাংশের ইট হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর এই ঘটনাতেই মৃত্যু হয় বছর ৫৫-র এক মহিলার। মৃতের নাম কেয়া শর্মা চৌধুরী। তিনি সেই সময় বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। ভেঙে পড়া ইট তাঁর গায়ের উপর পড়েই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
advertisement
আরও পড়ুন: অমিতাভ-শাহরুখ-সলমানরা ফেল, সবচেয়ে বেশি হিট সিনেমা দিয়েছেন এই হিরো! নামটা শুনে জাস্ট চমকে যাবেন
এরপর থেকেই স্থানীয় বাসিন্দারা দাবি জানান, অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বহুতলটি। ইতিমধ্যেই কর্মরত প্রায় ১৮ জনকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ। জানা যায় প্রোমোটার বিরাটি এলাকারই। ঘটনাস্থলে আসেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। তিনি জানান, নিশ্চিত কোনও বেআইনি কিছু থাকলে পুরসভা ব্যবস্থা নেবে। তবে উত্তর দমদমে কোনও বেআইনি কোন কাজ হয় না বলেও দাবি তাঁর। পরপর এভাবে বহুতলের অংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটায় কী ভূমিকা নেবে প্রশাসন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
—– Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 4:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Building collapse: হুড়মুড়িয়ে নেমে আসল, নীচে দাঁড়িয়ে মহিলা! সব শেষ! বিরাটিতে কী ঘটল জানেন?