আজ বুদ্ধপূর্ণিমা, সকাল থেকেই বৌদ্ধ বিহারগুলিতে চলছে প্রার্থনা
Last Updated:
তাই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গত তিনবছর ধরে সকলে মিলে রানি রাসমণি রোডে জমায়েত হন।
#রিষড়া: আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রিষড়া মোড়পুকুর এলাকার বৌদ্ধবিহারে চলছে প্রার্থনা। বিশ্বে শান্তির বার্তা দিতে এই বিশেষ দিনে প্রার্থনার আয়োজন করা হয়। পরে এই বৌদ্ধবিহার থেকে ভক্তরা রানি রাসমণি রোডে সমাবেত হবেন। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই বুদ্ধপূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, সিদ্ধিলাভ ও দেহত্যাগ করেছিলেন বলে এই দিনটিকে 'বৈশাখী ফেস্টিভ্যাল' বলে পালন করেন বৌদ্ধরা। বৌদ্ধবিহারের অধ্যক্ষ শাখ্যপ্রিয় ভিক্ষু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই দিনটি সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছিলেন। এর জন্য বৌদ্ধরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গত তিনবছর ধরে সকলে মিলে রানি রাসমণি রোডে জমায়েত হন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2019 12:29 PM IST