পশ্চিম মেদিনীপুর: সকাল থেকে হাসপাতালে চিকিৎসার জন্যে লম্বা লাইন। প্রসাদ খেয়ে অসুস্থ বহু। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে চিড়ে প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ৩৬ জন ভর্তি হাসপাতালে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডুয়া এলাকায়।
জানা যায়, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ডুয়া এলাকার এক ব্যক্তির ভুসিমাল দোকানে পূজো হয়েছিল। এরপরই তিনি নিজের আত্মীয় পরিজন এবং এলাকাবাসীর মধ্যে ফলমূল চিড়া প্রসাদ বিতরণ করে। প্রসাদ খাওয়ার পরে, মাঝরাত থেকে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। সকাল থেকে সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। শনিবার সকাল থেকে বমি-সহ একাধিক উপসর্গ নিয়ে শিশু, মহিলা, পুরুষ মিলে মোট ৩৬ জন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এছাড়াও আরও বেশ কয়েকজন কমবেশি অসুস্থ হয়েছেন।
জানা গিয়েছে, মধ্যরাত থেকে অসুস্থ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতর বিশেষ প্রতিনিধি দল ডুয়া এলাকা পরিদর্শন করেন। প্রসাদ খাওয়া লোকজনদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সকলেই আপাতত সুস্থ রয়েছেন। রবিবার তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। খাবারে কোন বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্বাস্থ্য দফতরের। একই প্রসাদ খেয়ে অসুস্থ লক্ষণবাবুর আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
Ranjan Chanda
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Buddha Purnima