ফাঁকা পেলেই বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে 'ওরা'! টের পেতেই এবার যা করল বিএসএফ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
অনুপ্রবেশকারী বাংলাদেশী রুখতে কড়া পদক্ষেপ বিএসএফের। ভারত-বাংলাদেশ সীমান্তের ভূখণ্ডে রয়েছে পদ্মা নদী । সুতরাং এই পদ্মা নদীর জল শুকিয়ে গেলে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম বাড়ে।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে বসছে কাঁটাতার। সূত্রের খবর জলঙ্গি সীমান্তে ২০০ কিলোমিটার খোলা অংশে বসতে পারে কাঁটাতার। অনুপ্রবেশকারী বাংলাদেশী রুখতে কড়া পদক্ষেপ বিএসএফের। ভারত-বাংলাদেশ সীমান্তের ভূখণ্ডে রয়েছে পদ্মা নদী । সুতরাং এই পদ্মা নদীর জল শুকিয়ে গেলে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম বাড়ে। মূলত সেই কারণেই কাটাতার বসানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার।
যদিও কৃষকদের অভিযোগ, কৃষকদের জমির প্রায় কয়েক কিলোমিটার উপরে বসছে এই কাঁটাতার। কেননা মাঝে মধ্যে দেখা যায় ‘বাংলাদেশীরা’ ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে উধাও হয়। তা নিয়ে বিএসএফ জওয়ানরা আশ্বস্ত করেছে এলাকার কৃষকদের। পাশাপাশি সীমানা মাপের কাজ শুরু করল বিএসএফ এবং এলাকার পঞ্চায়েত প্রশাসন ও জলঙ্গি বিএলআরও। যদিও সাগরপাড়া সীমান্তে কাঁটাতার বসানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
advertisement
জানা গিয়েছে, জলঙ্গীর সীমান্ত এই কাঁটাতার দিয়ে ঘেরার কাজ শুরু করা হয়েছে। যদিও জিরো পয়েন্ট থেকে ৩ থেকে ৪ কিলোমিটার ওপরে কাঁটাতার হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কৃষকদের বলে দাবি স্থানীয় কৃষকদের। অন্যদিকে, কাঁটাতার হওয়ায় কৃষিকাজ নিয়ে সমস্যা হলেও সুরক্ষিত থাকবে বাংলাদেশের আক্রমণের হাত থেকে ।
advertisement
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে BSF। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার। মুর্শিদাবাদ পড়ে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশের প্রায় ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার অধিকাংশ জায়গাতেই কোনও কাঁটাতারের বেড়া নেই। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারী ঢুকছে। তাও আবার জলঙ্গী কখনও সাগরপাড়া দিয়ে। ফলে এবার অনুপ্রবেশকারী রুখতেই প্রশাসনের নয়া উদ্যোগ গ্রহণ বলেই জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 10:43 PM IST