BSF: ঝলসে উঠল বিএসএফ-এর সার্চ-লাইট, বাক্সবন্দি ওগুলো কী পড়ে? খুলতেই চোখ ছানাবড়া জওয়ানদের
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
ফের বিএসএফ-এর বড় সাফল্য! সীমান্তে মাদকদ্রব্য পাচার ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। মুর্শিদাবাদ জেলায় আবারও চোরাকারবারিদের পরিকল্পনা ভেস্তে দিল বিএসএফ
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ফের বিএসএফ-এর বড় সাফল্য! সীমান্তে মাদকদ্রব্য পাচার ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। মুর্শিদাবাদ জেলায় আবারও চোরাকারবারিদের পরিকল্পনা ভেস্তে দিল বিএসএফ। রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার আশিরাদহ সীমান্ত ফাঁড়িতে নিয়মিত টহলের সময় বিএসএফ-এর ১৪৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে আসে কিছু সন্দেহজনক গতিবিধি। জওয়ানদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪ কেজি ৩৪০ গ্রাম হেরোইন। এর আগে একাধিকবার লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে মাদকদ্রব্য হেরোইন। এবার নদী পেরিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার করতে গিয়ে আর শেষ রক্ষা হল না। ধরা পড়ল বিএসএফের কাছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাংলাদেশে হেরোইন পাচার করার পরিকল্পনা ছিল কারবারিদের। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের একাধিক প্রচেষ্টা আগেও নস্যাৎ করা হয়েছে। এই ঘটনার পর নজরদারি আরও জোরদার করা হয়েছে। পূর্বে লালগোলায় কয়েক দফা ছোট আকারের হেরোইন উদ্ধার এবং পাচারকারীদের গ্রেফতারির ঘটনা ঘটেছে, যা প্রশাসনকে সীমান্তে আরও সতর্ক করেছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
October 27, 2025 10:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF: ঝলসে উঠল বিএসএফ-এর সার্চ-লাইট, বাক্সবন্দি ওগুলো কী পড়ে? খুলতেই চোখ ছানাবড়া জওয়ানদের

