Murshidabad News: চোখ উপড়ানো, সর্ষে ক্ষেতে দেহ! প্রেমিকের সঙ্গে পালিয়ে খুন মুর্শিদাবাদের ছাত্রী?

Last Updated:

কিশোরীর পরিবার সূত্রে খবর, প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হরিহরপাড়া: প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী৷ তার পর থেকে ছ দিন ধরে নিখোঁজ ছিল সে৷ শেষ পর্যন্ত বাড়ির কাছের একটি সর্ষের ক্ষেতের মধ্যে থেকেই উদ্ধার হল ছাত্রীর দেহ৷ অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে ছাত্রীর চোখ দুটিও উপড়ে নেওয়া হয়েছে৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর এলাকায়৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কিশোরীর পরিবার সূত্রে খবর, প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল৷ ছ দিন আগে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে যায় ওই ছাত্রী৷ যাওয়ার সময় বাড়ি থেকে বেশ কিছু টাকা পয়সাও নিয়ে গিয়েছিল সে৷
advertisement
advertisement
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়৷ শেষ পর্যন্ত এ দিন ওই ছাত্রীর বাড়ির পাশের একটি সর্ষে ক্ষেতের মধ্যে থেকে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ মৃতের পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর প্রেমিকই টাকা পয়সা হাতিয়ে নিয়ে ওই তাকে খুন করেছে৷
advertisement
ছাত্রীর মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা৷ খুনীর ফাঁসির শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান এলাকাবাসী৷ ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: চোখ উপড়ানো, সর্ষে ক্ষেতে দেহ! প্রেমিকের সঙ্গে পালিয়ে খুন মুর্শিদাবাদের ছাত্রী?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement