Murshidabad News: চোখ উপড়ানো, সর্ষে ক্ষেতে দেহ! প্রেমিকের সঙ্গে পালিয়ে খুন মুর্শিদাবাদের ছাত্রী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
কিশোরীর পরিবার সূত্রে খবর, প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল৷
হরিহরপাড়া: প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী৷ তার পর থেকে ছ দিন ধরে নিখোঁজ ছিল সে৷ শেষ পর্যন্ত বাড়ির কাছের একটি সর্ষের ক্ষেতের মধ্যে থেকেই উদ্ধার হল ছাত্রীর দেহ৷ অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে ছাত্রীর চোখ দুটিও উপড়ে নেওয়া হয়েছে৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর এলাকায়৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কিশোরীর পরিবার সূত্রে খবর, প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল৷ ছ দিন আগে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে যায় ওই ছাত্রী৷ যাওয়ার সময় বাড়ি থেকে বেশ কিছু টাকা পয়সাও নিয়ে গিয়েছিল সে৷
advertisement
advertisement
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়৷ শেষ পর্যন্ত এ দিন ওই ছাত্রীর বাড়ির পাশের একটি সর্ষে ক্ষেতের মধ্যে থেকে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ মৃতের পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর প্রেমিকই টাকা পয়সা হাতিয়ে নিয়ে ওই তাকে খুন করেছে৷
advertisement
ছাত্রীর মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা৷ খুনীর ফাঁসির শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান এলাকাবাসী৷ ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: চোখ উপড়ানো, সর্ষে ক্ষেতে দেহ! প্রেমিকের সঙ্গে পালিয়ে খুন মুর্শিদাবাদের ছাত্রী?

