Naihati Boro Maa Bisarjan Video: লক্ষ লক্ষ ভক্তের চোখে জল...! এই বছরের মতো নৈহাটির গঙ্গায় বিসর্জন হল বড়মা কালীর, দেখুন এক্সক্লুসিভ ভিডিও

Last Updated:

Naihati Boro Maa Bisarjan Video: ২১ ফুটের নৈহাটির বড়মার এবং তার সঙ্গে ৭০ কেজির উপর স্বর্ণালংকার ও দেড়শ কেজির রুপোর অলংকার দেখতে প্রতি বছরই ভক্তদের জনসমুদ্র লক্ষ্য করা যায় পুজোর দিনগুলিতে।

+
নৈহাটির

নৈহাটির বড়মা

নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: এ বছরের মতো নিরঞ্জন হল নৈহাটির বড়মা কালী। হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে নৈহাটির গঙ্গার ঘাটে রীতি মেনে বিসর্জন দেওয়া হয় বড়মাকে। বড়মার বিসর্জনের পরই নৈহাটির সমস্ত কালী প্রতিমা বিসর্জনে যায়। তাই সকাল থেকেই অরবিন্দ রোডে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তের মন ভারাক্রান্ত। স্বর্ণালংকার ও রুপোর অলংকার খুলে বড়মাকে রাজ বেশে সাজানো হয় ফুলের অলঙ্কারে। তারপর করা হয় বিশেষ বরণ। বরণ শেষে বড়মাকে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই বড়মার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক।
পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা বজায় রাখা হয় বিসর্জন ঘিরে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। ২১ ফুটের নৈহাটির বড়মার এবং তার সঙ্গে ৭০ কেজির উপর স্বর্ণালংকার ও দেড়শ কেজির রুপোর অলংকার দেখতে প্রতি বছরই ভক্তদের জনসমুদ্র লক্ষ্য করা যায় পুজোর দিনগুলিতে। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদেরও।
advertisement
আরও পড়ুনঃ স্বর্ণালংকার খুলে, ফুলের বেশে সাজলেন নৈহাটির ‘বড়মা’, নিরঞ্জনের ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি, দেখুন ছবিতে
ভক্তদের বিশ্বাস, বড়মার কাছে কিছু চাইলে, তিনি নাকি কাউকেই খালি হাতে ফেরান না। তাই সকলেই নিজেদের বিশ্বাস নিয়ে বড়মার কাছে বারে বারে ছুটে যান। বড়মার বিসর্জন দেখতেও হাজার হাজার মানুষ ভিড় জমান নৈহাটিতে। চাকা লাগানো ট্রলির ওপর বিশাল আকৃতির বড়মার মূর্তি টেনে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে তারপর সেখানেই বিসর্জন দেওয়ার রীতি চলে আসছে। এবারও বড়মার বিসর্জন ঘিরে সকাল থেকেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা হয়েছে বিশেষ পুজো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটতে পারেন না বলে আনারসই কেনেন না? ‘এই’ সহজ কৌশল মানুন, গোটা আনারস কাটতে পারবেন মাত্র ২ মিনিটে
এদিন, পুলিশ প্রশাসনের তরফে প্রায় সত্তর জনের উপর আইপিএস আইএএস-সহ উচ্চপদস্থ কর্তারা মোতায়েন ছিলেন। পাশাপাশি প্রায় ৮০০-র কাছাকাছি পুলিশকর্মী বিসর্জনের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। প্রশাসনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ব্যাচ পরিহিত ভলেন্টিয়াররাই বড়মার সুবিশাল প্রতিমা টেনে নিয়ে যান গঙ্গার ঘাটে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa Bisarjan Video: লক্ষ লক্ষ ভক্তের চোখে জল...! এই বছরের মতো নৈহাটির গঙ্গায় বিসর্জন হল বড়মা কালীর, দেখুন এক্সক্লুসিভ ভিডিও
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement