Bonsai: ফ্ল্যাটের বারান্দা, বাড়ির ছাদ, ভরিয়ে তুলুন বনসাইতে, বাড়িতেই তৈরি করুন, রইল সহজ পদ্ধতি
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bonsai: বনসাই তৈরিতে দীর্ঘস্থায়ী সময় লাগলেও বাণিজ্যিক ভাবে এটিতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। পাশাপাশি বাড়িতে একটি বনসাই থাকলে তার সৌন্দর্য আলাদাই।
উত্তর ২৪ পরগনা : বাড়িতেই সহজ পদ্ধতিতে তৈরি করুন বনসাই। বনসাই একটি বিশেষ আর্ট। এটি যেমন সময় সাপেক্ষ তেমনি সুন্দরও বটে। ছোট পাত্রে বিশেষ পদ্ধতিতে গাছ লাগিয়ে ছোট রাখাকে বনসাই বলা হয়। বনসাই তৈরিতে দীর্ঘস্থায়ী সময় লাগলেও বাণিজ্যিক ভাবে এটিতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। পাশাপাশি বাড়িতে একটি বনসাই থাকলে তার সৌন্দর্য আলাদাই।
তবে বেশ কিছু নিয়ম মেনে চললে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন সুন্দর বনসাই। বাড়িতে কী ভাবে বনসাই তৈরি করবেন এ বিষয়ে জানালেন দীর্ঘদিন ধরে বনসাই প্রস্তুতকারক বসিরহাটের বেশির বাসিন্দা শেখ আব্দুর রউফ। বনসাই তৈরির জন্য রোদ নেই কিন্তু আলো-বাতাস আছে এমন জায়গা নিতে হবে। যেমন- ফ্ল্যাটের বারান্দা, বাড়ির ছাদ অথবা পর্যাপ্ত পরিমাণে আলো-বাতাস ঢোকে এমন ঘর।
advertisement
advertisement
গাছ প্রথমেই সঠিকভাবে গাছ নির্বাচন করতে হবে। এর জন্য ফল ও বনজ গাছ নির্বাচন করা ভাল। এক্ষেত্রে বট, অশ্বত্থ, পাকুড়, বাওবাব, ডুমুর, কদম, জামরুল, তেঁতুল গাছের বনসাই করা যায় সহজে। গাছ নির্বাচনের পাশাপাশি সঠিক টব নির্বাচন করাও দরকার।
advertisement
এক্ষেত্রে যন্ত্রপট, হাফ ড্রাম, সিমেন্ট বা মাটির টবে ভাল হতে পারে। বনসাইয়ের ক্ষেত্রে মাটি টবে দো-আঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। টবের জল নিষ্কাশনের জন্য ছিদ্রের উপর ইটের কুচির পরিবর্তে এক টুকরা তারের জালি রেখে তা কিছু কাঁকড় দিয়ে ঢেকে দিতে হবে। গাছের শেকড়, শাখা-প্রশাখা ও পাতা বৃদ্ধি নিয়ন্ত্রণ দরকার, টবের ছোট গাছে বয়োবৃদ্ধ গাছের আকৃতি আনার চেষ্টা করতে হবে।
advertisement
বনসাইকে যে মডেলের রূপ দেওয়া হবে তা স্থির করে শাখা বাছাই করতে হবে। জোড়া পাতার কক্ষ থেকে কাণ্ডের দু’পাশের দু’টি শাখা গজায়। বাছাই পদ্ধতি অনুসারে এর একটি রাখতে হবে। গাছের বয়স ৩-৪ বছর হলে প্রুনিংয়ের প্রয়োজন হয়। বাছাই করা মোটা শাখাকে ধারালো অস্ত্র দিয়ে ছাঁটাই করতে হবে।
advertisement
প্রয়োজনে গাছের সঠিক আকার দিতে সরল শাখায় তার জড়িয়ে আঁকাবাঁকা রূপ দিতে হবে। গাছকে নিয়মিত কালো মাটি, বালি কিংবা ইটের চূর্ণ, সরিষা বা নীলের খোসা ইত্যাদি খাবার দিতে হবে। টবের মাটিতে পোকামাকড় কিংবা ছত্রাক হলে সঠিক মাত্রায় কীটনাশক দিতে হবে।
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2025 8:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bonsai: ফ্ল্যাটের বারান্দা, বাড়ির ছাদ, ভরিয়ে তুলুন বনসাইতে, বাড়িতেই তৈরি করুন, রইল সহজ পদ্ধতি








