বনগাঁ পুরসভা কার হাতে? টানটান উত্তেজনার পরেও কাটল না ধোঁয়াশা

Last Updated:
#বনগাঁ: টানটান উত্তেজনার মধ্যে আস্থাভোট হল। দু-পক্ষই দলীয় কাউন্সিলরদের নামের তালিকা জমা দিলেন। সংখ্যাগরিষ্ঠ হওয়ার দাবিও করলেন। কিন্তু গুলিয়ে গেল সব হিসাব। বনগাঁ পুরসভা কার হাতে থাকছে, সেটা স্পষ্ট হল না।আস্থা ভোট শেষেও ফলাফল নিয়ে মুখ খুলতে চাননি ভোটের দায়িত্বে থাকা আধিকারিক। ফলাফল স্পষ্ট না করলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ওই আধিকারিক।
অর্থাৎ আস্থাভোটে তৃণমূলের জয়ের সম্ভাবনা বেশি বলেই স্পষ্ট হয়েছে তাঁর মন্তব্যে। বিজেপি ও তৃণমুূল - যুযুধান দুই শিবিরই অবশ্য দাবি করছে, বনগাঁ পুুরসভা তাদের। বিকেল তিনটেয় আস্থাভোট হওয়ার কথা ছিল। বিজেপি কাউন্সিলররা নির্ধারিত সময়ের পর পুরভবনে ঢোকেন বলে অভিযোগ। ১১ জনের নামের তালিকা দিয়ে সংখ্যাগরিষ্ঠতার দাবি বিজেপির।
কাউন্সিলরদের ঢুকতে বাধা সহ একাধিক অভিযোগে বুধবার নতুন করে হাইকোর্টে যাচ্ছে বিজেপি৷ ভোটের ফল বিরুদ্ধে গেলে আদালতের দ্বারস্থ হতে পারে দু-পক্ষ। তাই আস্থাভোটের পরও বনগাঁ পুরসভার ভবিষ্যত আদালতেই স্থির হওয়ার সম্ভাবনা।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বনগাঁ পুরসভা কার হাতে? টানটান উত্তেজনার পরেও কাটল না ধোঁয়াশা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement