Nadia News|| ফাঁকা মাঠ থেকে বিপুল সংখ্যায় তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
- Edited by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির পরের দিন ফাঁকা মাঠে একের পর এক তাজা বোমা উদ্ধার। বোমা গুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের প্রতিনিধিরা
কালিগঞ্জ: পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির পরের দিন ফাঁকা মাঠে একের পর এক তাজা বোমা উদ্ধার। বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসী। নদিয়ার কালিগঞ্জ থানার মলান্দী এলাকার ঘটনা। দু'দিন আগে জমির ভাগ বাটোয়ারা নিয়ে কালীগঞ্জের মলান্দী এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়।
সন্ধ্যা গড়াতেই সেই ঝামেলার অন্য রূপ ধারণ করে। শুরু হয় দু-পক্ষের মধ্যে বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ।পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার আধিকারিক সৌরভ ভট্টাচার্য। এরপরেই অভিযুক্তরা সৌরভ ভট্টাচার্য গাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে। বোমার আঘাতে জখম হয় কালীগঞ্জ থানার আধিকারিক-সহ আরও ৩ সিভিক ভলেন্টিয়ার।
আরও পড়ুনঃ দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি পাহাড়ে, কতদিন চলবে বৃষ্টি? জানুন পূর্বাভাস
প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতাল পড়ে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপরই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় জেলার শীর্ষ প্রশাসনের অধিকর্তারা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ঘটনার পরের দিন থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকাল থেকেই বদলাচ্ছে আবহাওয়া, সপ্তাহান্তে উত্তাল সমুদ্র? রইল দিঘার আবহাওয়ার পূর্বাভাস
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মলান্দী এলাকার একটি ফাঁকা মাঠে তল্লাশি শুরু করে। এরপরই গমের জমি-সহ একাধিক জমি থেকে কৌটো দেখতে পায় পুলিশ। সেই কৌটো খুলে দেখে একাধিক তাজা মজুত রয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডের প্রতিনিধিদের। তারা ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে ফাঁকা মাঠ থেকে একের পর এক তাজা বোমা উদ্ধার হওয়ায় শুরু হয়েছে চাপা উত্তেজনা। ওই এলাকার স্থানীয় বাসিন্দা সাবির আলী শেখ জানান, যেহেতু আমরা ফাঁকা মাঠে কাজ করতে যাই সে কারণে একের পর এক তাজা বোমা উদ্ধার ঘিরে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। আমরা চাই প্রশাসন দ্রুত যারা এই তাজা বোমা রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 3:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News|| ফাঁকা মাঠ থেকে বিপুল সংখ্যায় তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড