Beldanga Bomb Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত বেশ কয়েক জন, চাঞ্চল্য এলাকায়
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Beldanga Bomb Blast: রাতে বাগানের একটি কুঁড়েঘরে বোমা বাঁধা হচ্ছিল বলে অভিযোগ। বোমা বাঁধতে গিয়ে হঠাৎই বিস্ফোরণ ঘটে যায়
বেলডাঙ্গা : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। আহত বেশ কয়েকজন। মৃতের নাম ইয়াজউদ্দিন শেখ (৫০)। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙ্গা (Beldanga) থানার রামেশ্বরপুর এলাকায়। সোমবার রাতে বেলডাঙ্গা থানার রামেশ্বরপুর এলাকার একটি বাগানে ঘটে গেল ভয়াবহ বোমা বিস্ফোরণ। রাতে বাগানের একটি কুঁড়েঘরে বোমা বাঁধা হচ্ছিল বলে অভিযোগ। বোমা বাঁধতে গিয়ে হঠাৎই বিস্ফোরণ ঘটে যায় (Bomb Blast)।
বিকট আওয়াজ শুনে ছুটে আসে আশেপাশের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ৷ রক্তাক্ত অবস্থায় ইয়াজউদ্দিন সেখকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বিস্ফোরণে আহত সকলেই পলাতক। রাতে মৃত্যু হয় ইয়াজউদ্দিনের৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর আগে ইয়াজউদ্দিন সেখ বলে যান ‘‘ আমাকে বাড়ি থেকে জোর করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি বলেছিলাম আমি বোমা বাঁধতে জানি না।’’
advertisement
আরও পড়ুন : ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। এলাকাবাসী আব্বাস আলি বলেন, ‘‘রাতে বাগানে বিকট আওয়াজ শুনে আমরা ছুটে যাই। রক্তাক্ত অবস্থায় ইয়াজউদ্দিন সেখকে পড়ে থাকতে দেখি। পুলিশকে খবর দেওয়া হয়।’’ সকালে পুলিশ এসে এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর সকেট বোমা উদ্ধার করে। তবে নিহতের আত্মীয় নিহারউদ্দিন সেখ বলেন, ‘‘ ইয়াজউদ্দিন চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করত। ও কোনও সমাজবিরোধী কাজের সঙ্গে কোনওদিন যুক্ত ছিল না। রাতে ওকে বাড়ি থেকে বেশ কয়েকজন জোর করে ডেকে নিয়ে যায়। তার পরেই জানতে পারি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আহত যারা ছিল সকলেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। আমরা চাই পুলিশ এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করুক।’’
advertisement
advertisement
আরও পড়ুন : হাড় কাঁপানো শীতে কাঁপছে বাংলা, কাল থেকে আবহাওয়ায় ভোলবদল
বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার বলেন, ‘‘শাসকদলের রাজত্বে মুর্শিদাবাদ জেলাজুড়ে গুলি, বোমা হামলা চলছে। এই ঘটনা নতুন কিছু নয়। পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করলেই আসল সত্য প্রকাশিত হবে৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2022 2:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Beldanga Bomb Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত বেশ কয়েক জন, চাঞ্চল্য এলাকায়