Bolpur News: বোলপুর এ কী ভয়ঙ্কর জিনিস মিলল! এক মাস ধরে পুলিশের পাহারা, অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হাতে হল নিষ্ক্রিয়! ভয় কাটল গ্রামবাসীদের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bolpur News: তড়িঘড়ি সেই ধাতব বস্তুটিকে ঘিরে ফেলে প্রশাসন।
বোলপুর, ইন্দ্রজিৎ রুজ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয়করণ করল কেন্দ্রীয় বাহিনী। বোলপুর থানার লাউদহ গ্রামে অজয় নদের পারে এক মাস আগে জেলেদের নজরে আসে এক অচেনা সিলিন্ডারের ন্যায় ধাতব বস্তু। অনুমান করা হয়েছিল, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা।
এরপরই তড়িঘড়ি সেই ধাতব বস্তুটিকে ঘিরে ফেলে প্রশাসন। এই প্রাচীন বোমাটি উদ্ধার হওয়ার পর থেকেই সেই এলাকাটি নিরাপত্তার চাদরে রেখেছিল প্রশাসন। স্থানীয় মানুষকে সেই জায়গা পরিত্যাগ করতেও অনুরোধ করা হয়, এক মাস পুলিশি পাহারায় ছিল এলাকাটি।
advertisement
advertisement
প্রশাসনের তরফে, আজ এক মাস পর কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। এত প্রাচীন বোমার আজও সক্রিয়তা দেখে হতবাক সকলেই। এরপর ভয়মুক্ত হন স্থানীয় গ্রামবাসীরা, তারা সকলেই প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur News: বোলপুর এ কী ভয়ঙ্কর জিনিস মিলল! এক মাস ধরে পুলিশের পাহারা, অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হাতে হল নিষ্ক্রিয়! ভয় কাটল গ্রামবাসীদের