Birbhum News: সামনেই পৌষমেলা! ট্রেন বাতিলের কারণে পরপর বুকিং বাতিল করছেন পর্যটকেরা... বছরের শেষে চিন্তার ভাঁজ বোলপুরের ব্যবসায়ীদের

Last Updated:

মূলত খানা জংশনে কাজ চলায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল করেছিল পূর্ব রেল। কিছু এক্সপ্রেস ও মেল ট্রেন ঘুরপথে চলছে। এর ফলে গত কয়েক দিন ধরে বর্ধমান-রামপুরহাট সাহেবগঞ্জ লাইনে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকদের।

সোনাঝুরি হাট 
সোনাঝুরি হাট 
বীরভূম,সৌভিক রায়: নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বরের এই সময়টায় বোলপুর-শান্তিনিকেতনে উপচে পড়ে দেশ-বিদেশের পর্যটকদের ভিড়। তবে এই বছর ছবিটা একদম অন্য ধরনের। সোনাঝুরির খোয়াইয়ের হাট, কোপাই নদীর পাড়, বিশ্বভারতীর রবীন্দ্রভবন, সৃজনী শিল্পগ্রাম, প্রকৃতি ভবন, ডিয়ার পার্কের মতো জনপ্রিয় পর্যটনস্থানগুলিতে সেই ভাবে পর্যটকদের ভিড় চোখে পড়ছে না। এর পিছনে মূল কারণ হল, সপ্তাহ খানেক ধরে খানা জংশন স্টেশনে কাজ চলার কারণে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল হয়েছে।
শান্তিনিকেতনের হোটেল ও লজ-সহ বিভিন্ন ব্যবসায়ী মহলের দাবি, ট্রেন বাতিলের সরাসরি প্রভাব পড়েছে বোলপুর-শান্তিনিকেতনের পর্যটন-নির্ভর অর্থনীতিতে। বহু পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। মূলত খানা জংশনে কাজ চলায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল করেছিল পূর্ব রেল। কিছু এক্সপ্রেস ও মেল ট্রেন ঘুরপথে চলছে। এর ফলে গত কয়েক দিন ধরে বর্ধমান-রামপুরহাট সাহেবগঞ্জ লাইনে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকদের। বহু পর্যটক ট্রেনের সমস্যার কারণে হোটেলের আগাম বুকিং বাতিল করেছেন।
advertisement
advertisement
সোনাঝুরি এলাকার একটি হোটেলের ম্যানেজার বিশ্বনাথ মন্ডল জানান, ‘প্রত্যেক বছর এই মরশুমে হোটেলে সম্পূর্ণ বুকিং থাকে। এ বারও অন্য বছরের মতো বুকিং ভাল হয়েছিল। কিন্তু এত সংখ্যক ট্রেন বাতিলের কারণে পর্যটকেরা ভয়ে বুকিং বাতিল করছেন।’ তাঁর দাবি, শুক্রবার, শনিবার ও রবিবার মিলিয়ে হোটেলে ২০-২২ টি ঘরের বুকিং বাতিল হয়েছে। এর ফলে ব্যবসা মার খাচ্ছে। একই কথা জানাচ্ছেন বোলপুরের একটি হোটেলের কর্মী। তিনি বলেন, ‘ডিসেম্বর থেকেই পর্যটন মরশুম শুরু হয় যা চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এ বার জাঁকিয়ে শীত পড়ায় ভেবেছিলাম প্রচুর পর্যটক আসবেন। কিন্তু, যে হারে বুকিং বাতিল হচ্ছে, তাতে চিন্তায় পড়েছি। কী ভাবে হোটেলের খরচ উঠবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’ সোনাঝুরি হাটেও এ বার পর্যটক কম এসেছেন। ফলে সমস্যায় পড়েছেন হস্তশিল্পী থেকে শুরু করে ব্যবসায়ীরা। মাথায় হাত সকলের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সামনেই পৌষমেলা! ট্রেন বাতিলের কারণে পরপর বুকিং বাতিল করছেন পর্যটকেরা... বছরের শেষে চিন্তার ভাঁজ বোলপুরের ব্যবসায়ীদের
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement