মাত্র একদিনে জ্যান্ত থেকে পচা-গলা দেহ! ভয়ঙ্কর কাণ্ডে আঙুল স্ত্রীর দিকে

Last Updated:

মাত্র একদিনের ব্যবধানে একজন জীবিত মানুষের দেহ কী করে পচে গলে যেতে পারে, সেই বিষয়টাই গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ সকলকেই ভাবাচ্ছে। অনেকে এর পিছনে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন

দেহ উদ্ধার হতেই মাঠের ধারে ভিড় গ্রামের বাসিন্দাদের 
দেহ উদ্ধার হতেই মাঠের ধারে ভিড় গ্রামের বাসিন্দাদের 
নবগ্রাম, মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মাত্র একদিনের ব্যবধানে জ্যান্ত মানুষ পরিণত হল পচা-গলা মৃতদেহে! আর সেই ঘটনায় খুন করার চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে মৃতের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের।
সোমবার থেকে নিখোঁজ ছিলেন নবগ্রামের চাণক গ্রামের ডাঙাপাড়ার বাসিন্দা বরুন মণ্ডল (৩৮)। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু রাত পোহাতেই মিলল খোঁজ। এলাকারই ডাঙাপাড়া জঙ্গলের কাছ থেকে ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির কাছ থেকে দেহ উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে আরও বেশি আলোড়ন পড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: মাঝরাতের বিভীষিকা! গ্যাস সিলিন্ডার ফেটে মায়ের মৃত্যু, আশঙ্কাজনক মেয়ে
গ্রামবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। প্রথমাফিক তারা দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, বরুন মণ্ডলকে খুন করে কেউ বা কারা রাতের অন্ধকারে ওখানে দেহ ফেলে গিয়েছিল‌। এই বিষয়ে তারা বরুন মণ্ডলের স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই ব্যক্তির। দু’জনের মধ্যে বিরোধ চলছিল। গ্রামবাসীদের সন্দেহ, সেই বিরোধের কারণেই স্বামীকে খুন করে থাকতে পারেন বরুনের স্ত্রী। পুলিশের কাছে এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে কতগুলো প্রশ্ন সামনে উঠে এসেছে। মাত্র একদিনের ব্যবধানে একজন জীবিত মানুষের দেহ কী করে পচে গলে যেতে পারে, সেই বিষয়টাই গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ সকলকেই ভাবাচ্ছে। অনেকে এর পিছনে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ এই বিষয়ে পুলিশ কোন‌ও মন্তব্য করতে চায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র একদিনে জ্যান্ত থেকে পচা-গলা দেহ! ভয়ঙ্কর কাণ্ডে আঙুল স্ত্রীর দিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement