Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! নদীতে উল্টে গেল স্পিড বোট, বন্যা পরিস্থিতি দেখতে গিয়েই ঘটল বড় অঘটন, তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Boat Accident: লাভপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্পিড বোর্ড থেকে উল্টে নদীতে পড়ে গেলেন জেলাশাসক,দুই সাংসদ,সহ ১৩ জন।
বীরভূম: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় জেলা শাসক, জেলা পুলিশ সুপার, দুই সাংসদ, বিধায়ক-সহ ১৩ জন।স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে। তবে সেফটি জ্যাকেট না নিয়ে কেন স্পিড বোটে চড়লেন প্রশাসনের শীর্ষকর্তারা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের দাবি, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত না করে কেন প্রাণের ঝুঁকি নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা বোটে উঠলেন।
জানা গিয়েছে, তিনদিনের অতি বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়।ফলে নদী সংলগ্ন বলরামপুর গ্রাম সম্পূর্ণ ভেসে যায়।পাশেপাশের আরও কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন প্রায় সব মিলিয়ে ১৫ টি গ্রাম। ওই গ্রামগুলির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেই সমস্ত গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে এইদিন এলাকা পরিদর্শনে যান জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুর সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম,লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা-সহ মোট ১৩ জন।
advertisement
advertisement
সেফটি জ্যাকেট ছাড়াই একটি স্পিড বোটে তাঁরা দুর্গত এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন।কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বোটটি কুয়ে নদীতে উল্টে যায়। জেলা পুলিশ সুপার ছাড়া সকলেই নদীতে পরে যান। উদ্ধারকারী দল এবং স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা হয়।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! নদীতে উল্টে গেল স্পিড বোট, বন্যা পরিস্থিতি দেখতে গিয়েই ঘটল বড় অঘটন, তারপর...