Accident: একের পর এক দুর্ঘটনা, ২৪ ঘণ্টায় ২ খুদে পড়ুয়াকে পিষল 'দানব' দুই ডাম্পার! আহত আরও ১ শিশু, রক্তে লাল স্বরূপনগরের রাস্তা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
এই দুর্ঘটনার রক্ত শুকোতে না শুকোতেই এলাকার মানুষকে আবারও শোকগ্রস্ত হতে হল। কারণ মাত্র ২৪ ঘণ্টা আগেই, গতকাল দুপুরে, দত্তপাড়া উচুপোলে মৃত্যু হয়েছিল আরও এক চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুনের।
বসিরহাট, জুলফিকার মোল্যা: স্বরূপনগরে ফের রক্তাক্ত রাস্তা, ২৪ ঘণ্টা না পেরোতেই মৃত্যু আর এক স্কুল পড়ুয়ার। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর আবারও কেঁপে উঠল মর্মান্তিক দুর্ঘটনার খবরে। এ দিন সংগ্রামপুর–তেতুলিয়া রোডে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। বছর দশেকের আশিক বিল্লাহ ঢালী, চতুর্থ শ্রেণির ছাত্র, হাসিমুখে গিয়েছিল হালখাতার করতে। কিন্তু ফেরার পথেই তার জীবনের সব আলো নিভে গেল। ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে স্বরূপনগরগামী দ্রুতগামী এক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ছোট্ট আশিককে। মুহূর্তের মধ্যে প্রাণ হারায় সে। সঙ্গে থাকা আরও এক শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: অশান্ত নেপাল, এদিকে বড্ড চিন্তায় বীরভূমের ডাক্তার, ঘুম উড়েছে রাতের! কেন জানলে চমকে যাবেন
ছেলের নিথর দেহ জড়িয়ে পরিবারের হাহাকার আর প্রতিবেশীদের কান্নায় মুহূর্তে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। ক্ষোভে ফেটে পড়ে মানুষ। রাস্তায় আশিকের দেহ রেখেই শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। তাঁদের দাবি, অবিলম্বে যানবাহনের দৌরাত্ম্য রুখতে হবে, আর মৃতের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণ। বর্তমানে অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
advertisement
সবচেয়ে বেদনাদায়ক যে, এই দুর্ঘটনার রক্ত শুকোতে না শুকোতেই এলাকার মানুষকে আবারও শোকগ্রস্ত হতে হল। কারণ মাত্র ২৪ ঘণ্টা আগেই, গতকাল দুপুরে, দত্তপাড়া উচুপোলে মৃত্যু হয়েছিল আরও এক চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুনের। সহপাঠী আয়েশার সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে তাদের উপর। সেদিনই প্রাণ হারিয়েছিল জান্নাতুল, গুরুতর জখম হয়েছিল আয়েশা। ২৪ ঘন্টা না পেরতেই একের পর এক স্কুল পড়ুয়ার মৃত্যুতে আতঙ্কে স্থানীয়রা। তাঁদের ক্ষোভ, “প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে রাস্তা জুড়ে মৃত্যু মিছিল থামবে না।” শিশুদের এই অকাল মৃত্যুতে প্রশ্নের মুখে রাস্তার নিরাপত্তা, আর ভাঙা পরিবারগুলির বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা স্বরূপনগর।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 2:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: একের পর এক দুর্ঘটনা, ২৪ ঘণ্টায় ২ খুদে পড়ুয়াকে পিষল 'দানব' দুই ডাম্পার! আহত আরও ১ শিশু, রক্তে লাল স্বরূপনগরের রাস্তা