Blood Donation Camp: একেবারে আলাদা ভূমিকায় পুলিশ সুপার, মন জিতে নিলেন সকলের

Last Updated:

Blood Donation Camp: উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে শবেরী রাজকুমার, এস ডি ও প্রভাত কুমার চ্যাটার্জী, আই সি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

অভাবনীয়
অভাবনীয়
#বহরমপুর:  রক্তদান করে, রক্তদান উৎসবে সামিল হলেন পুলিশ আধিকারিকেরা। বহরমপুর থানার উদ্যোগে সোমবার খানা প্রাঙ্গনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের নাম দেওয়া হয়েছে উৎসর্গ, রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে শবেরী রাজকুমার, এস ডি ও প্রভাত কুমার চ্যাটার্জী, আই সি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ আধিকারিক সহ প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন।
জেলাজুড়ে রক্তের ঘাটতি। চরম হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয়রা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ব্লাডব্যাঙ্কে চরম রক্তের সংকট। আর সেইকারনেই রক্তের ঘাটতি মেটাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। জেলার প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে উৎসর্গ, রক্তদান উৎসব। সোমবার বহরমপুর থানার উদ্যোগে আয়োজিত হল উৎসর্গ, রক্তদান উৎসব কর্মসূচী। এদিন বহরমপুর থানা প্রাঙ্গনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের নাম দেওয়া হয়েছে উৎসর্গ, রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে শবেরী রাজকুমার, এস ডি ও প্রভাত কুমার চ্যাটার্জী, আই সি রাজা সরকার, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এম এস ভি পি ডাঃ অমিও কুমার বেরা সহ অন্যান্য পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকেরা।
advertisement
advertisement
একাধিক পুলিশ আধিকারিক সহ প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন। রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ ফুল ও মেমেন্টো তুলে দেওয়া হয়। পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতার বার্তা দেন পুলিশ সুপার কে শবরী রাজকুমার। তিনি বলেন, গরম পড়তেই জেলাজুড়ে রক্তের সংকট মেটাতে গত ১৪ই মে থেকে শুরু হয়েছে উৎসর্গ, রক্তদান উৎসব। দু'সপ্তাহ ব্যাপী জেলার প্রতিটি থানার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
advertisement
ইতিমধ্যেই জেলার ৭টি থানার পক্ষ থেকে এই কর্মসূচীতে ৬০০-র বেশি ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে এই প্রকার রক্তদান শিবির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হবে। যাতে মেডিক্যাল কলেজের রক্তের ঘাটতি অনেকটাই কমবে। এছাড়াও পথদুর্ঘটনা এড়াতে হেলমেট ব্যবহার করা ও ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেন পুলিশ সুপার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Blood Donation Camp: একেবারে আলাদা ভূমিকায় পুলিশ সুপার, মন জিতে নিলেন সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement