এসএসসির অযোগ্য লিস্টে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম... কী বললেন তিনি?
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে।
বারাসত, জিয়াউল আলম: বারাসত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষের ছেলের নাম এবার এসএসসির অযোগ্য লিস্টে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
চাকরি-হারা অযোগ্য চাকরিপ্রার্থী নাজিবুল্লাহ জানান, ‘এসএসসি কীসের ভিত্তিতে লিস্ট বার করল? তাদেরকে অযোগ্য ঘোষণা করল এসএসসি কোন তথ্য দেখে? আদালতে যেখানে বারবার তারা বলেছে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে, সেখানে অযোগ্যদের তালিকা তারা তৈরি করল কীভাবে?’ এই প্রশ্ন নিয়ে আদালতে যাবেন এই হুঁশিয়ারি দিলেন নাজিবুল্লা। প্রাক্তন বারাসত এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ তথা বর্তমানে বারাসত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছা হক সর্দার জানান, ‘হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে। এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না। শুধু এই মহম্মদ নাজিবুল্লা নন, আরও অনেকে আছে বলে মনে করছেন তারা।’
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই, শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ১৮০৪ জনের নাম প্রকাশ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 4:51 PM IST