মহেশতলায় বিজেপি বাড়াল তিনগুণ ভোট, বামেরা খোয়াল ৫০ হাজার

Last Updated:

জয় নিশ্চিত ছিলই ! সেই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বিপুল সংখ্যক ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস ৷ মার্জিনের থেকেও বেশ কয়েকটি আসন বাড়িয়ে জয়ের মুখ দেখেছে তৃণমূল ৷

#মহেশতলা: জয় নিশ্চিত ছিলই ! সেই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বিপুল সংখ্যক ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস ৷ মার্জিনের থেকেও বেশ কয়েকটি আসন বাড়িয়ে জয়ের মুখ দেখেছে তৃণমূল ৷ মহেশতলা বিধানসভা কেন্দ্রে ৬২,৩২৪ ভোটের ব্য়বধানে জিতলেন দুলাল দাস ৷ তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১,০৪,৮১৮টি ৷ কিন্তু বিরোধী দলগুলির সঙ্গে ব্যাপক ভোটের ব্যবধান থাকলেও উল্লেখযোগ্য ভাবে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি ৷ গতবারের থেকে তিনগুণ ভোট বাড়িয়েছে বিজেপি ৷ যা রীতিমত রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷
সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটেও এই ট্রেন্ডটিই দেখা গিয়েছিল ৷ বিপুল ভোটে তৃণমূল জয়ী হলেও বেশ কয়েকটি জেলায় নিজেদের ভিত জোরদার করেছে বিজেপি ৷ অপরদিকে, সিপিএম এবং কংগ্রেসের অস্তিত্বই মেলেনি একাধিক জেলাতে ৷ সেক্ষেত্রে মহেশতলার নির্বাচনী ফলেও বিজেপির উথ্থান বেশ চোখে পড়ার মত ৷
২০১৬ সালের তুলনায় চলতি বছরের উপনির্বাচনে বিজেপি তিনগুণ বেশি ভোট নিজেদের ঝুলিতে পুরতে পেরেছে ৷ অপরদিকে, বাম এবং কংগ্রেস  যে ক্রমশ নিজেদের ক্ষমতা হারাচ্ছে রাজ্যে ৷ তা মহেশতলার উপনির্বাচনের ফলে আবারও স্পষ্ট হল ৷ গত বারের মত এবারও কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে উপনির্বাচনের ময়দানে নামে বাম ৷ কিন্তু সেই জোটেও মুখরক্ষা হল না বাম-কংগ্রেসের ৷ গত বারের থেকেও ৫০ হাজার ভোট খুইয়ে তালিকায় কোনওরকমে তৃতীয় স্থানে নিজেদেরকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে তারা ৷
advertisement
advertisement
২০১৮ সালের উপনির্বাচনের ভোটগণনা শেষে তৃণমূলের দখলে এসেছে ১,০৪,৮১৮টি ভোট ৷ বিজেপির দখলে রয়েছে ৪২,০৫৩টি ভোট ৷ অপরদিকে, সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে নিজেদের ঝুলিতে মাত্র ৩০,৩৮৪টি ভোট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে ৷ নোটা পেয়েছে ৩,৭৪২টি ভোট ৷ চলতি বছরের মহেশতলার উপনির্বাচনে বিজেপির হয়ে সুজিত ঘোষ এবং সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলেন প্রভাত চৌধুরী ৷
advertisement
২০১৬সালের ভোটে তৃণমূলের দখলে ছিল মহেশতলা ৷ পরিসংখ্যান বলছে, সেই বছরে তৃণমূল প্রার্থী কস্তুরী দাসের দখলে ছিল মোট ৯৩,৬৭৫টি ভোট ৷ সিপিএম প্রার্থী শমিক লাহিড়ী ৮১,২২৩টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল ৷ অপরদিকে, ১৪,৯০৯টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল বিজেপি ৷ পরিসংখ্যান থেকেই স্পষ্ট, প্রায় ২৭,১৪৪টি ভোটে এগিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি ৷ সেবার তৃণমূল ১২,৪৫২ ভোটের ব্য়বধানে পরাজিত করেছিল বাম-কংগ্রেস জোটকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহেশতলায় বিজেপি বাড়াল তিনগুণ ভোট, বামেরা খোয়াল ৫০ হাজার
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement