J P Nadda: 'বাংলায় শান্তি স্থাপিত হোক', পুজো দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
- Reported by:Saradindu Ghosh
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বঙ্গ সফরে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
পূর্বস্থলী: বাংলায় শান্তি স্থাপিত হোক। পূর্বস্থলীতে কালী মন্দিরে পুজো দিয়ে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। এদিন দুপুরে পূর্বস্থলী থানা সংলগ্ন মাঠে সভা করেন তিনি। সেই সভা মঞ্চে ওঠার আগে হেলিকপ্টার থেকে নেমে তিনি সরাসরি কালী মন্দিরে যান। সেখানে ভক্তি ভরে পুজো দেন তিনি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, 'দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ পর্যন্ত শক্তির সৃজন এখানে বাংলার মাটিতে হয়েছে। আমরা জানি যে যখনই কোনও, রক্ত রঞ্জিত বিচার সামনে এসেছে তখনই মা রক্তবীজকে বধ করে দেবী দেবতাদের অত্যাচার থেকে বাঁচিয়েছে।'
advertisement
advertisement
তিনি বলেন, 'আজ আমি যখন বাংলায় আসি তখন দেখি কীভাবে টিএমসি পার্টি একটা রক্ত বীজের মতো অত্যাচার করছে। প্রজাতন্ত্রিক মূল্যের হনন হচ্ছে। প্রজাতান্ত্রিক ব্যবস্থার হনন হচ্ছে। এক দিক দিয়ে বিচারের লড়াই শেষ করে বিচারের লড়াই না করে এখানে রক্তাক্ত লড়াইয়ের রাস্তা খোঁজা হচ্ছে। এই অবস্থায় আমি মা কালীর কাছ থেকে বাংলার জনতা যেন আশীর্বাদ পায়। বাকি টিএমসির রক্তবীজের অত্যাচারকে আমরা যেন শেষ করতে পারি। আর বাংলার জনগণ যেন এখানে ভয়মুক্ত, মঙ্গলময় পরিবেশ পায়। সমাজের সব মানুষই যেন সুখ, শান্তিতে থাকার আধিকার পায়। তাকে আমরা একদিক দিয়ে সোনার বাংলা, একটা বিকশিত বাংলা, এক প্রজাতান্তিক মূল্যের সঙ্গে চলার বাংলা, এরকম বাংলা বানানোর মায়ের আশীর্বাদ বাংলার মানুষ যেন পায় আর আমার প্রার্থনা করি।'
advertisement
জে পি নাড্ডা আরও বলেন, 'যখন যখন এই পৃথিবীতে এরকম দেবী দেবতাদের উপরে অত্যাচার হয়েছে তখন মা নিজে এসে এই বীজের বধ করে একটা শান্তির একটা সুখের পরিবেশ তৈরি করেছেন। আজ আমার মনে হয় এটাই প্রার্থনা করি এই টিএমসি যে রক্ত রঞ্জিত রাজনীতি করছে এদের বাংলার জনগণ মুখের উপর জবাব প্রজাতান্ত্রিক ভাবে দেবে।।এখনে শান্তি স্থাপন হোক।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2023 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
J P Nadda: 'বাংলায় শান্তি স্থাপিত হোক', পুজো দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি










