'এসআইআর হবেই', কেউ বাধা দিতে আসলে বাধা গুঁড়িয়ে দেওয়া হবে' হুঙ্কার শমিকের
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Susmita Mondal
Last Updated:
BJP: পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে। এর জবাবে এবার মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, এসআইআর সারা দেশেই হবে এবং কেউ বাধা দিলে সেই বাধা গুঁড়িয়ে দেওয়া হবে।
কলকাতা: পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে। এর জবাবে এবার মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, এসআইআর সারা দেশেই হবে এবং কেউ বাধা দিলে সেই বাধা গুঁড়িয়ে দেওয়া হবে।
এসআইআর প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “এটা সারা দেশে হবে। এটাই প্রক্রিয়া। এর মধ্যে কেউ যদি মৃত্যু ঘণ্টা শুনতে পায়, তাহলে আমাদের কিছু করার নেই। বাধা আসলে সেই বাধা গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে।” তিনি রাহুল গান্ধির ‘ভোট চুরি’র অভিযোগেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “রাহুল গান্ধির কথা কংগ্রেসের নেতারা গুরুত্ব দেন না। বাংলার মানুষ অচেতন নয়। মানুষ সব জবাব দেবে।”
advertisement
advertisement
শমীক ভট্টাচার্য আরও বলেন, “আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই। কেন্দ্রের সরকার ভারত সরকার। তৃণমূলের কথা পরিষ্কার, তারা বাংলাদেশি এবং মৃত ভোটারদের ভোটার তালিকায় রাখতে চায়। আমরা নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন করব।”
advertisement
বিহারের ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্কের মধ্যে রবিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি জানান, বাংলায় কবে থেকে এসআইআর শুরু হবে, তা তারা তিনজন নির্বাচন কমিশনার মিলে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো সেই ঘোষণা করা হবে।
advertisement
আরও পড়ুন: ১০,০০০ রাশিয়ান ‘রুবল’ ভারতে কত ‘টাকা’ জানেন…? শুনলেই চমকাবেন সঠিক ‘উত্তরে’!
শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল একটা ভূতুড়ে ভোটার বাদ যাবে, সেই ভয়ে আতঙ্কিত।” তিনি অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারদের উপর নির্ভর করে রাজনীতি করে এবং তাই ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে। শমীক ভট্টাচার্যের মতে, “তৃণমূল জানে ওদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।” যদিও এস আই আর এর প্রাক্কালে রাজ্য রাজনীতিতে বাক্যবান অব্যাহত রয়েছে। কিন্তু ছাব্বিশের নির্বাচনে বিজেপি কতখানি তার ভোট বাক্সে এসআইআর ইস্যু নিয়ে আন্দোলনের প্রতিফলন করতে পারবে সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 7:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এসআইআর হবেই', কেউ বাধা দিতে আসলে বাধা গুঁড়িয়ে দেওয়া হবে' হুঙ্কার শমিকের