West Bengal Election 2021: 'খেলা শেষ', দু'দফা ভোট বাকি থাকতেই দিলীপ ঘোষের টুইট

Last Updated:

একেবারে ফুটবল মাঠের স্কোরবোর্ড-এর মতো পোস্টার। সেই পোস্টারের উপরে ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের উল্লেখ করা রয়েছে। তার ঠিক নিচে লেখা- বিজেপি উইন, টিএমসি লস্ট। খেলা শেষ।

#কলকাতা: বাংলার রাজনীতির ময়দান নাকি ফুটবল মাঠ! তৃণমূলের খেলা হবে স্লোগানে এমনিতেই ভোটের বাংলায় হাওয়া গরম। তার মধ্যে এবার খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখনও বাংলায় দু'দফা নির্বাচন বাকি। কিন্তু দিলীপ ঘোষ এরই মধ্যে সদর্পে ঘোষণা করে দিলেন, খেলা শেষ। রাজ্যে ষষ্ঠ দফার ভোট পর্ব মিটতেই বিজেপির রাজ্য সভাপতির টুইট। বৃহস্পতিবার রাতে আচমকা তিনি টুইট করলেন, 'খেলা শেষ।' একেবারে ফুটবল মাঠের স্কোরবোর্ড-এর মতো পোস্টার। সেই পোস্টারের উপরে ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের উল্লেখ করা রয়েছে। তার ঠিক নিচে লেখা- বিজেপি উইন, টিএমসি লস্ট। খেলা শেষ।
গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল। এমন দুঃসময়ে সমস্ত নির্বাচনী জনসভা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সুপ্রিমো টুইট করে জানিয়েছেন, শেষ দুদফার নির্বাচনের আগে ভার্চুয়াল মাধ্যমে প্রচার সারবেন তিনি৷ ভার্চুয়াল সভার সময়সূচি পরে দলের তরফে জানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি। একইদিনে দিলীপ ঘোষের খেলা শেষ লেখা টুইট। বিজেপির রাজ্য নেতৃত্বের কথায়, হাবে-ভাবে বারবারই বাংলায় ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে। বিজেপির নেতা-মন্ত্রীরা বাংলায় আসল পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিধানসভা নির্বাচন শুরুর আগে থেকেই দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহাদের প্রত্যয়ী কথাবার্তা শোনা গিয়েছে। নির্বাচন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রত্যয় আরও দৃঢ় হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যে দুদফা নির্বাচন বাকি থাকা সত্ত্বেও ফের স্টেপ-আউট করে খেললেন দিলীপ ঘোষ।
advertisement
advertisement
দিলীপ ঘোষের এমন অতর্কিত টুইটের পর তাঁকে অবশ্য কটাক্ষও হজম করতে হল। আবার 'আসল পরিবর্তন-এর পক্ষে থাকা অনেকের থেকে ভার্চুয়ালি সমর্থনও কুড়িয়ে নিলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ওয়াকিবহাল অনেকে আবার প্রশ্নও ছুঁড়লেন, দুদফা নির্বাচন বাকি থাকতে কী করে তিনি এত বড় দাবি করতে পারেন! অনেকে আবার উল্লেখ করে দিলেন, ইনজুরি টাইম-এর খেলা এখনও বাকি। খেলা শেষের বাঁশি তো এখানে বাজানোর কথা বাংলার জনগণের। তাই না?
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: 'খেলা শেষ', দু'দফা ভোট বাকি থাকতেই দিলীপ ঘোষের টুইট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement