BJP: রেললাইনে পড়ে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ! ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে, কী ঘটেছে আসলে?
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
BJP: দুর্ঘটনার জেরে রেলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের।
বর্ধমান: বর্ধমানে শক্তিগড় থানার হীরাগাছি এলাকায় রেল লাইনের ধার থেকে এক বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুভাষ কুমার দত্ত। তাঁর বাড়ি হীরাগাছি এলাকাতেই। মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বাড়িতে তাঁর মৃত্যুর খবর আসে। দুর্ঘটনার জেরে রেলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের।
এদিকে, বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত ১৪ বছর বয়সী এক কিশোর। ঘটনার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। জানা গিয়েছে, আহত কিশোরের নাম আদিত্য বসাক (১৪)। বাড়ি ঠেঙ্গাপাড়া জালালপুর এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন নীলডাঙ্গা থেকে সাইকেলে চেপে মহারাজপুবের দিকে আসছিল ওই কিশোর। সেই সময় বুনিয়াদপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে কিশোরের সাইকেলে। যার জেরে ঘটনাস্থলে গুরুতর আহত হয় কিশোর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
advertisement
এদিকে এই ঘটনার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। ফলে বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে গঙ্গারামপুর থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2024 1:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP: রেললাইনে পড়ে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ! ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে, কী ঘটেছে আসলে?







