BJP Leader: অসমে দেওয়া হবে কম্বল, কোটি টাকার দুর্নীতির অভিযোগ এ রাজ্যের বিজেপি নেতার বিরুদ্ধে! কে তিনি?

Last Updated:

BJP Leader: তমলুকের বাসিন্দা দাপুটে বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী বিজেপি নেত্রী তনুশ্রী নায়েকের নামে ১ কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ তুলে তমলুক থানার দ্বারস্থ হয়েছেন কলকাতার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত নামে এক ঠিকাদার।

কে সেই বিজেপি নেতা?
কে সেই বিজেপি নেতা?
তমলুক: বিজেপি শাসিত অসমে টেন্ডার দুর্নীতিতে জড়াল এই রাজ্যের এক বিজেপি নেতার নাম! অসমে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের কম্বল সরবরাহের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ১ কোটি ৬০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বিজেপির এক রাজ্যস্তরের নেতার বিরুদ্ধে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে।
তমলুকের বাসিন্দা রাজ্য বিজেপি নেতা নবারুণ নায়েকের নামে দেড় কোটি টাকারও বেশি টাকা প্রতারণার অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
advertisement
তমলুকের বাসিন্দা দাপুটে বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী বিজেপি নেত্রী তনুশ্রী নায়েকের নামে ১ কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ তুলে তমলুক থানার দ্বারস্থ হয়েছেন কলকাতার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত নামে এক ঠিকাদার। অভিযোগকারী বিশ্বজিৎ দত্তর অভিযোগ, অসমের বোড়োল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চলে মোটা টাকার কম্বল সাপ্লাইয়ের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ওই টাকা নেন বিজেপি নেতা।
advertisement
তাঁর অভিযোগ, নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী তনুশ্রী সহ তার সহযোগীদের সঙ্গে অসমে পাড়ি দিয়েছিলেন। সেখানে সমস্ত টেন্ডারের কাগজপত্র জমা দেন এবং তাদের জানানো হয় যে টেন্ডারটি বিশ্বজিৎ দত্তর নামে হয়েছে। কিন্তু তাঁর অভিযোগ, পুরো টেন্ডারের জন্য ৩% কমিশন হিসেবে এক কোটি ৬০ লক্ষ টাকা নবারুণের স্ত্রী তনুশ্রী নায়েক সহ তাঁর সহকর্মীদের হাতে তুলে দেন। ভিন রাজ্যে যাতায়াতের জন্য সমস্ত বিমানের খরচ বহন করেন বিশ্বজিৎ দত্ত।
advertisement
তাঁর অভিযোগ, কলকাতায় ফিরে জানতে পারেন যে টেন্ডার প্রক্রিয়াটাই ভুয়ো। এরপর নবারুণ এবং তাঁর স্ত্রীর মোবাইল বন্ধ থাকায় কোনও ভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষমেশ তমলুক থানার দারস্থ হন তিনি। জানা গিয়েছে, নবারুণ নায়েক সহ ৬ জনের নামে থানায় অভিযোগ জানিয়েছে বিশ্বজিৎ দত্ত। যদিও সমস্ত অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP Leader: অসমে দেওয়া হবে কম্বল, কোটি টাকার দুর্নীতির অভিযোগ এ রাজ্যের বিজেপি নেতার বিরুদ্ধে! কে তিনি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement