Jitendra Tiwari|| হৃদযন্ত্রের সমস্যা, তড়িঘড়ি জিতেন্দ্র তিওয়ারিকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর, বাড়ছে উদ্বেগ

Last Updated:

BJP Jitendra Tiwari referred to Bardhaman Medical College Hospital: বিজেপি নেতার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

+
হাসপাতালে

হাসপাতালে উদ্বিগ্ন চৈতালী তিওয়ারি।

আসানসোল: আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গতকাল বুধবার সন্ধ্যার দিকে শারীরিক অসুস্থতা নিয়ে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করেই সন্ধ্যার দিকে তিনি গুরুতর অসুস্থ বোধ করেন। তারপরেই আসানসোল সংশোধনাগার থেকে প্রাক্তন মেয়রকে নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, জিতেন্দ্র তেওয়ারিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বিজেপি নেতার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে।
আজ বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে বিজেপি নেতার স্ত্রী চৈতালি তিওয়ারিকে চিন্তিতভাবে অপেক্ষা করতে দেখা গিয়েছে। হাসপাতালে দেখা গিয়েছে প্রাক্তন মেয়রের আত্মীয়দেরও। পাশাপাশি ছিলেন দলীয় সমর্থকরাও।
আরও পড়ুনঃ মাছিতে ভরেছে গোটা গ্রাম! অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, কেন এমন পরিস্থিতি? অবাক করা কারণ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্র তিওয়ারির চিকিৎসা করছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। সেজন্যই বিজেপির এই নেতাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।
advertisement
advertisement
হাসপাতালে বসে চৈতালি তিওয়ারির জানিয়েছেন, তিনি প্রার্থনা করছেন যাতে জিতেন্দ্র তিওয়ারি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। মানুষের পাশে দাঁড়াতে পারেন। মানুষের সেবায় নিজেকে আবার নিয়োজিত করতে পারেন। তবে এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jitendra Tiwari|| হৃদযন্ত্রের সমস্যা, তড়িঘড়ি জিতেন্দ্র তিওয়ারিকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর, বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement