Bizzare News: পাপ লাগবে! তাই ঠাকুরের মুখটা ঢেকে দিল, টাকা চুরিতেই মন ভরল না, বৌদির নাইটি নিয়েই পগার পাড়

Last Updated:

Bizzare News: ঠাকুরের মুখটা ঢেকে দিল চোরটা! তারপরে আর কী লজ্জা, আলমারিতে থাকা টাকা-গয়না সব নিয়ে চম্পট

+
চুরি

চুরি করার আগে নিশ্চয় পাপ লাগার ভয়েই বাড়িতে থাকা গোপালের মূর্তিকে আড়াল করে দেয় স্বয়ং চোর

নদিয়া: কথায় আছে চোরা না শোনে ধর্মের কাহিনী, তবে এক্ষেত্রে চোরও যে ধার্মিক কিংবা পাপ পূণ্য বোঝে তার স্পষ্ট প্রমাণ মিলল৷ বাড়ির সিংহাসনে গোপালের মূর্তি ঢাকা দেওয়া দেখে চমকে ওঠে সকলেই। গৃহস্থের ফাঁকা বাড়িতে সেই সুযোগে ঘরের তালা ভেঙে সমস্ত টাকা, পয়সা নিয়ে চম্পট দিল চোর। চুরি করার আগে নিশ্চয় পাপ লাগার ভয়েই বাড়িতে থাকা গোপালের মূর্তিকে আড়াল করে দেয় স্বয়ং চোর। তবে এ থেকেই হয়তো চুরির রহস্য উদঘাটনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ।প্রায় ২৭ হাজার টাকা নগদ এবং একটি লক্ষীর ঘট ভেঙে সমস্ত টাকা নিয়ে এবং শেষে গৃহস্থের একটি নাইটি চুরি করে চম্পট দিলে চোর। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের পটেশ্বরী তলা মঠবাড়ী সংলগ্ন এলাকায়।
জানা যায় মঠবাড়ির একাংশে থাকা গৃহকর্তা সুশান্ত দে তার স্ত্রীকে নিয়ে নবদ্বীপে বাপের বাড়িতে যান। পেশায় তিনি কাঁচামালের ব্যবসায়ী। আরত থেকে কাঁচামাল কিনে সেই মাল বিক্রি করে পরের দিন মহাজনদের আগের দিনের টাকা মিটিয়ে নতুন মাল কিনে আনেন তিনি। বাড়িতে ছিল প্রায় ২৭ হাজার টাকা যার মধ্যে ১৭ হাজার টাকায় মালিকদের দেওয়ার কথা এবং ১০ হাজার টাকা নিজের। এছাড়া কালীপুজোর উদ্দেশ্যে ছিল স্ত্রীর জমানো একটি লক্ষ্মীর ঘট তার মধ্যেও আনুমানিক ছয় সাত হাজার টাকা গচ্ছিত ছিল বলে তিনি মনে করছেন।
advertisement
advertisement
সুশান্ত বাবু জানান চোর এসে প্রথমে দরজার তালা ভাঙে। এরপর বাড়ির সমস্ত আসবাবপত্র তছনছ করে। আলমারি খুলে লকারের চাবি খুঁজে পেয়ে লকার খুলে সুশান্তবাবুর ব্যবসার সমস্ত টাকা নিয়ে এরপর পাশেই রাখা একটি মাটির লক্ষীর ঘট যেটি তারা জমাচ্ছিলেন ঠাকুরের পুজো করার জন্য সেই লক্ষীর ভান্ডার থেকেও সমস্ত টাকা ভেঙে বার করে এবং যাওয়ার সময় সুশান্তবাবুর স্ত্রীর একটি নাইটি নিয়ে চম্পট দেয় চোর।
advertisement
চুরি করার আগে নিশ্চয় পাপ লাগার ভয়েই বাড়িতে থাকা গোপালের মূর্তিকে আড়াল করে দেয় স্বয়ং চোর
চুরি করার আগে নিশ্চয় পাপ লাগার ভয়েই বাড়িতে থাকা গোপালের মূর্তিকে আড়াল করে দেয় স্বয়ং চোর
তবে আশ্চর্যের বিষয় বাড়িতে এসে তারা দেখেন গোপাল ঠাকুরের মূর্তিটি ঢাকা রয়েছে।। তিনি জানান হয়তো চোরের চুরি করার সময় ঠাকুর পাপ দেবে এই কারণেই এই কম্মোটি করেছে।
advertisement
ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গিয়েছে। এবং এর পাশাপাশি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোপালের মুখ ঢাকা এবং অন্যান্য বেশ কয়েকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ তাই পুলিশি তদন্ত চলছে, একটু অন্য ধরনের।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bizzare News: পাপ লাগবে! তাই ঠাকুরের মুখটা ঢেকে দিল, টাকা চুরিতেই মন ভরল না, বৌদির নাইটি নিয়েই পগার পাড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement